সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ভারতরত্ন' সম্মান পাওয়ার সবরকম যোগ্যতা ছিল মনমোহন সিংয়ের (Manmohan Singh)। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি তুলল দিল্লির শাসকদল আম আদমি পার্টি। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস এখনও মনমোহনকে ভারতরত্ন দেওয়ার দাবি জানায়নি। আগেভাগেই 'আপ' সেই দাবিতে সরব হল।
আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বিবৃতি দিয়ে বলছেন, "ভারতরত্ন পাওয়ার জন্য যা যা যোগ্যতার প্রয়োজন, মনমোহন সিংয়ের। আমি কেন্দ্রকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করছি।" শুধু আপ নয়, একাধিক শিখ সংগঠন ইতিমধ্যেই ওই দাবিতে সরব হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে কংগ্রেসের তরফে এখনও তেমন কোনও দাবি আসেনি। কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রসঙ্গে শোক প্রস্তাব নেওয়া হলেও তাতে ভারতরত্নের উল্লেখ নেই। কংগ্রেস অবশ্য মনমোহনের স্মৃতিসৌধ তৈরির দাবিতে কেন্দ্রের কাছে দরবার করছে। সেটা একইভবে আপও করছে।
সাম্প্রতিক অতীতে একাধিক কংগ্রেস নেতাকে 'ভারতরত্ন' দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। সেই তালিকায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, নরসিমা রাওরা। বস্তুত বিজেপির দীর্ঘদিনের অভিযোগ, কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে কাউকে সম্মান দেয় না। সেক্ষেত্রে 'অগান্ধী' কংগ্রেস নেতাদের সম্মান দেওয়াটা মোদি সরকারের রাজনীতিরই অঙ্গ। অতীতে যেভাবে প্রণব বা নরসিমাদের সম্মান দেওয়া হয়েছে, সেভাবেই মনমোহনকেও আগামী দিনে 'ভারতরত্ন' দেওয়ার ক্ষেত্রে মোদি সরকার ভেবে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
প্রশ্ন হল, কংগ্রেসের চেয়েও আপ কেন মনমোহনকে নিয়ে এত আবেগি? আসলে সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন। রাজধানীতে একটা বড় অঙ্কের ভোটার শিখ সম্প্রদায়ের। মনমোহনের প্রয়াণের পর শিখদের সহানুভূতি পেতে মরিয়া আপও।