shono
Advertisement
Manmohan Singh

বিদায় মনমোহন Live Update: শনিবার শেষযাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জানানোর সুযোগ পাবে আমজনতা

শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য।
Published By: Anwesha AdhikaryPosted: 08:16 AM Dec 27, 2024Updated: 06:55 PM Dec 27, 2024

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। সেই সঙ্গেই আজ বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান। আগামিকাল শেষকৃত্য হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। রইল প্রতি মুহূর্তের সরাসরি আপডেট।

Advertisement

বেলা ৬.৩০: আগামিকাল সকাল ৮টায় মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দপ্তরে। সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সাধারণ জনতা ও কংগ্রেস কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এরপর সাড়ে ৯টায় শুরু হবে মনমোহন সিংয়ের অন্তিম যাত্রা। কংগ্রেস সদর দপ্তর থেকে শ্মশানের উদ্দেশে পাড়ি দেবে শববাহী শকট। 

বেলা ২টো: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে বিশেষ বৈঠক ডাকা হল কংগ্রেসের তরফে। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার সময়ে কংগ্রেস হেডকোয়ার্টারে এই বৈঠক হবে। ওয়ার্কিং কমিটির সকল সদস্য এবং বিশেষ অতিথিরা হাজির থাকবেন সেখানে। উল্লেখ্য, কংগ্রেসের বর্ধিত কর্মসমিতির বৈঠক শুরু হওয়ার কথা ছিল কর্নাটকের বেলগাভিতে। কিন্তু মনমোহনের মৃত্যুতে স্থগিত রয়েছে সেই সম্মেলন। 

বেলা ১২টা: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শোকবার্তা জ্ঞাপন করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে। তাঁর কথা, এক অসাধারণ মানুষকে হারিয়েছে ভার‍ত। প্রকৃত বন্ধুকে হারিয়েছে ফ্রান্সও। 

সকাল সাড়ে ১১টা: শেষ শ্রদ্ধা জানাতে মনমোহন সিংয়ের বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীও হাজির হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে। জাতীয় পতাকায় মুড়ে সেখানেই শায়িত রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ।

সকাল ১১টা: শুরু হল কেন্দ্রীয় ক্যাবিনেটের বিশেষ বৈঠক। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "মনমোহন সিংয়ের প্রয়াণ গোটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। যেভাবে কঠিন সময়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী থাকাকালীন যেভাবে দেশকে উদ্ধার করেছেন, সেটা আগামী প্রজন্মের কাছে শিক্ষণীয়।" 

সকাল সাড়ে ১০টা: বিদেশ থেকে ফিরবেন মনমোহনকন্যা। তারপরেই সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য। আমজনতাও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন মনমোহনকে। তার জন্য নির্দিষ্ট সময় ধার্য করা হবে বলে জানা গিয়েছে কংগ্রেস সূত্রে। যেহেতু শুক্রবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে দিল্লিতে, তার জেরে খানিকটা পিছিয়ে যাচ্ছে পারলৌকিক ক্রিয়া। 

সকাল ১০টা: মনমোহন সিংয়ের বাসভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফুলের তোড়া দিয়ে পূর্বসূরিকে শেষ শ্রদ্ধা জানালেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সকলেই গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে। 

সকাল সাড়ে ৯টা: সম্ভবত রাজঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে। অন্যদিকে, শুক্রবার মনমোহন সিংকে নিয়ে বিশেষ বৈঠকে বসবে কেন্দ্রীয় ক্যাবিনেট। সকাল ১১টায় এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শুক্রবার সারাদিনের সমস্ত পরিকল্পনা বাতিল করা হয়েছে সরকারের তরফে। 

সকাল ৯টা: শুক্রবার ভোররাতে এইমস থেকে বের করে বাসভবনে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ। সূত্রের খবর, আজ দুপুরে সেখান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হতে পারে কংগ্রেস সদর দপ্তরে। তবে সরকারের পক্ষ থেকে যদি মনমোহনকে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ কোনও পদক্ষেপ করা হয় তাহলে পরিকল্পনা বদল করবে হাত শিবির। 

সকাল সাড়ে ৮টা: আগামী সাতদিন রাষ্ট্রীয় শোক থাকবে দেশজুড়ে। শুক্রবার সকালে সরকারিভাবে ঘোষণা করা হয়, ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পালিত হবে গোটা দেশে। সমস্ত জায়গায় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের দিন বিদেশের সমস্ত দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

সকাল ৮টা: মনমোহন সিংয়ের প্রয়াণে শোকে ডুবে গোটা বিশ্ব। আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, মালদ্বীপের মতো একাধিক দেশের প্রাক্তন মন্ত্রীরা শোকবার্তা পাঠিয়েছেন। আমেরিকার বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন জানান, ভারত-আমেরিকার বন্ধুত্ব গড়ে তোলার কারিগর হিসাবে মনমোহনকে মনে রাখবে ইতিহাস। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিভেন হার্পার, আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা-সকলেই শোকপ্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে। 

সকাল সাড়ে ৭টা: সম্ভবত শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে মনমোহন সিংয়ের শেষকৃত্য। এখনও সরকারিভাবে কংগ্রেসের তরফে কিছু ঘোষণা করা হয়নি। 

সকাল ৭টা: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। কালো ব্যান্ড পরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামল ভারতীয় দল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement