shono
Advertisement

নতুন ভারতকে আর রোখা যাবে না, বছরের শেষ ‘মন কি বাতে’ জানিয়ে দিলেন মোদি

১০৮তম পর্বে সংখ্যাটির মাহাত্ম্য বোঝালেন তিনি।
Posted: 01:25 PM Dec 31, 2023Updated: 01:25 PM Dec 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভর ভারতের কথা আগেও বার বার বলেছেন তিনি। রবিবার ১০৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে (Mann Ki Baat) সেই প্রসঙ্গ তোলার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, ”ভারত এবার আর থামবে না।” সেই সঙ্গে ২০২৩ সালে ভারত কোন কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে তা নিয়েও কথা বলেছেন তিনি।

Advertisement

প্রধানমন্ত্রী এদিন তাঁর মাসিক অধিবেশনের ১০৮তম পর্বে ‘১০৮’ সংখ্যাতত্ত্ব নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, ”১০৮ সংখ্যার গুরুত্ব এবং পবিত্রতা এখানে গভীর অধ্যয়নের বিষয়। জপমালায় 108 রুদ্রাক্ষ, ১০৮ বার জপ করা, ১০৮টি ঐশ্বরিক গোলক, ১০৮টি মন্দিরে সিঁড়ি, ১০৮ ঘণ্টা… এই ১০৮ নম্বরটি অসীম বিশ্বাসের সঙ্গে জড়িত। সেই কারণে ‘মন কি বাতে’র ১০৮তম পর্বটি আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে।”

[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে JN.1, সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ দেশে একদিনে আক্রান্তের সংখ্যা]

সেই সঙ্গেই মোদি (PM Modi) শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর জোর দিয়েছেন। এবং ‘ফিট ইন্ডিয়া’র অনন্য প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। সম্প্রচারের সময় ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, দাবা কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ এবং অভিনেতা অক্ষয় কুমারও কথা বলেন অনুষ্ঠানে। জানান, তাঁদের সুস্বাস্থ্যের রহস্য কী। মোদি বলেন, ”ভারত আত্মবিশ্বাসে পরিপূর্ণ।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ”এই বছর আমরা অনেক কিছু অর্জন করেছি। দেশটি পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। G20 সফলভাবে সংগঠিত হয়েছে। আজ দেশের প্রতিটি অঞ্চল আত্মবিশ্বাসে ভরপুর। আগামী বছরও আমাদের এটা বজায় রাখতে হবে। আজও বহু মানুষ আমাকে চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য বার্তা পাঠাচ্ছেন।” বিশেষ করে নারী বিজ্ঞানীদের প্রশংসাতেও পঞ্চমুখ হন তিনি। সকলকে জানান নতুন বছরের শুভেচ্ছা।

[আরও পড়ুন: বছর শেষেও বিপাকে হেমন্ত সোরেন, ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement