shono
Advertisement
Indian Embassy in Croatia

ক্রোয়েশিয়ার ভারতীয় দূতাবাসে হামলা, ভারত-বিরোধী স্লোগানের পর চলল ভাঙচুর, মুখ খুলল নয়াদিল্লি

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বলয় ভেদ করে প্রবেশ করে আততায়ীরা। অভিযোগ, তারা প্রত্যেকেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল। দূতাবাসে প্রবেশের পর তারা অবাধে ভাঙচুর চালায়।
Published By: Subhodeep MullickPosted: 05:19 PM Jan 22, 2026Updated: 05:22 PM Jan 22, 2026

ক্রোয়েশিয়ার ভারতীয় দূতাবাসে হামলা। ভারত-বিরোধী স্লোগানের পর চলল ভাঙচুর! ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। কিন্তু কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বলয় ভেদ করে প্রবেশ করে আততায়ীরা। অভিযোগ, তারা প্রত্যেকেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল। দূতাবাসে প্রবেশের পর তারা অবাধে ভাঙচুর চালায়। কিন্তু এর নেপথ্যে কে বা কারা ছিল, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, কানাডা, আমেরিকা, ব্রিটেনের মতো এক্ষেত্রেও হামলা চালিয়েছে খলিস্থানপন্থীরা।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, “ক্রোয়েশিয়ার ভারতীয় দূতাবাসে হামলার ঘটনার আমরা নিন্দা জানাই। ভারত-বিরোধী শক্তি সেখানে ভাঙচুর চালিয়েছে। ইতিমধ্যেই ক্রোয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জোরালোভাবে বিষয়টি উথ্থাপন করেছি। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।” তিনি আরও বলেন, “ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক ভবন ও প্রাঙ্গণ অলঙ্ঘনীয়। সেগুলির নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রের দায়িত্ব।” তবে বিষয়টি নিয়ে ক্রোয়েশিয়ার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement