সোমনাথ রায়, নয়াদিল্লি: বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ! আর তার জেরে ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা চূড়ান্ত হেনস্তার শিকার হচ্ছেন বলেই অভিযোগ। তাঁদের সুরক্ষায় কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? এই প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা লোকসভায় তৃণমূলের বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্নে নীরব কেন্দ্র।
অভিষেক পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মোট দু'টি প্রশ্ন করেন। তাঁর প্রথম প্রশ্ন, দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ক'জন পরিযায়ী শ্রমিক রয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, সত্যি কি বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য ভিনরাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন? তৃতীয়ত, নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র?
শ্রমমন্ত্রকের তরফে শুধুমাত্র প্রথম প্রশ্নের জবাব দিয়েছে। জানানো হয়েছে, গত ২০২১ সালের ২৬ আগস্ট, কেন্দ্রের তরফে 'ই-শ্রম পোর্টাল' চালু করা হয়েছে। শ্রমিকরা নিজেরাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই পোর্টালের মূল উদ্দেশ্য, অসংগঠিত পরিযায়ী শ্রমিকদের নানা তথ্য সম্বলিত ডেটাবেস তৈরি করা। তার ফলে সরকারি সমস্ত প্রকল্পের সুযোগসুবিধা তাঁরা সহজেই পাবেন। গত ৫ আগস্ট পর্যন্ত পাওয়া তথ্য বলছে, 'ই-শ্রম পোর্টালে' নাম নথিভুক্ত করেছে ৩০ কোটি ৯৮ লক্ষ পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে বাংলার ২ কোটি ৬৪ লক্ষ ৮১ হাজার ৪৫৩ জন। তবে তাঁরা যে সকলে বাইরে গিয়ে কাজ করছেন কিংবা যাঁরা নাম নথিভুক্ত করেছেন তাঁরাই বাইরে গিয়েছেন কিনা স্পষ্ট নয়। তবে পরিযায়ী শ্রমিক হেনস্তা প্রসঙ্গে অভিষেকের প্রশ্ন এড়িয়ে গিয়েছে কেন্দ্র।
