shono
Advertisement

জন্মদিনে দেশের বীর সন্তানকে স্মরণ মোদি-কোবিন্দ-মমতার

রক্তের মূল্যে স্বাধীনতার অর্থ বুঝিয়েছিলেন যিনি। The post জন্মদিনে দেশের বীর সন্তানকে স্মরণ মোদি-কোবিন্দ-মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:59 AM Jan 23, 2018Updated: 04:34 AM Jan 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি। কটকবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর নবম সন্তানের জন্ম হয়। সেই সন্তান, যাঁর অনুপ্রেরণায় ভারতবর্ষ পেয়েছিল ‘জয় হিন্দ’ মন্ত্র। বুঝিয়েছিলেন রক্তের মূল্যে স্বাধীনতার অর্থ। জন্মদিনে দেশের সেই বীর সন্তানকে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা।

Advertisement

[ভারত হিন্দু রাষ্ট্রই, ফের সরব মোহন ভাগবত]

নেতাজিকে স্বাধীনতা সংগ্রামের মহানতম সেনানায়ক অভিহিত করেছেন রাষ্ট্রপতি কোবিন্দ। তাঁর মতে সুভাষচন্দ্র বসুই দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক।

 

নেতাজির বীরত্বের কাহিনি প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের এই বীর সন্তানের জন্মদিনে একটি ভিডিও নিজের টুইটার পেজে তুলে ধরেছেন তিনি।

 

[কারগিলে লড়েছিলেন বন্দুক হাতে, এবার পাক হ্যাকারদের ত্রাস সেনা অফিসার]

তেরঙ্গার আবহে নেতাজির ছবি আপলোড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাপশনে দিয়েছেন জয় হিন্দ স্লোগান।

 

দেশ নায়কের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ও অমিত শাহরাও। প্রত্যেকেই দেশের বীর সেনানীকে স্মরণ করেছেন তাঁরই গর্বের গাথার মাধ্যমে। নিজের শিল্পের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক।

 

[রাতের মেট্রোয় হঠাৎ জঙ্গি হামলা, নামল এনএসজি কমান্ডো]

The post জন্মদিনে দেশের বীর সন্তানকে স্মরণ মোদি-কোবিন্দ-মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার