shono
Advertisement

মোদির নয়, ‘অচ্ছে দিন’ আসলে মনমোহনের!

‘অচ্ছে দিন আসবে’ এ কথা প্রথম বলেছিলেন মনমোহন সিং৷ The post মোদির নয়, ‘অচ্ছে দিন’ আসলে মনমোহনের! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM Sep 14, 2016Updated: 03:42 PM Sep 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ‘অচ্ছে দিন’-এর স্লোগান ব্র্যান্ড মোদিকে চিনিয়ে দেয় এক ডাকে, তা নাকি আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের৷ সম্প্রতি এমন কথাই শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷

Advertisement

এক অনুষ্ঠানে ‘অচ্ছে দিন’ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, ‘অচ্ছে দিন আসবে’ এ কথা প্রথম বলেছিলেন মনমোহন সিং৷ প্রধানমন্ত্রী থাকাকালীন দিল্লিতে এনআরআই-দের এক বৈঠকে এ কথা বলেছিলেন তিনি৷ পরবর্তীকালে মোদিও ভোট প্রচারের সময় সে কথা ব্যবহার করেন৷ ক্রমে সেটিই ব্র্যান্ড মোদির পরিচায়ক হয়ে ওঠে৷

তবে ‘অচ্ছে দিন’ নিয়ে মন্ত্রীমশাই নিজে যে বিব্রত তাও গোপন রাখলেন না৷ বলেই ফেললেন যে, ‘অচ্ছে দিন’ আসলে গলার কাঁটার মতো হয়ে গিয়েছে৷ শাসকদলের যে সদস্য যেখানেই যান না কেন, সকলের একটাই প্রশ্ন, অচ্ছে দিন কবে আসবে? তাঁর জবাব, ‘অচ্ছে দিন’ আসলে বিশ্বাসের বিষয়৷ তবে কি তর্কে বহদূর গিয়েও অচ্ছে দিনের সন্ধান মিলবে না? বিশ্বাস আর আশার প্রসঙ্গে ফিরে গিয়ে আপাতত সে প্রশ্ন এড়িয়েই গেলেন মন্ত্রী৷

The post মোদির নয়, ‘অচ্ছে দিন’ আসলে মনমোহনের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement