সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করেছিলেন। সেই মহম্মদ জুবেরকে এবার প্রাণনাশের হুমকি দেওয়া হল। অল্ট নিউজের প্রতিষ্ঠাতার অভিযোগ, তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর ঠিকানা এবং ফোন নম্বরও অহেতুক ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে জুবের পুলিশে অভিযোগ জানালেও এখনও এফআইআর দায়ের হয়নি এই ইস্যুতে।
সোমবার রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জুবেইর লেখেন, 'আমার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমার ফোন নম্বর, বাড়ির ঠিকানা ছড়িয়ে দেওয়া হচ্ছে নানা ক্ষেত্রে। সেখান থেকে আমাকে হুমকি দিয়ে বলা হচ্ছে আমার বাড়িতে শূকরের মাংস পাঠানো হবে। ২০২৩ সালে এই ব্যক্তি সত্যিই আমার বাড়িতে শূকরের মাংস পাঠিয়েছিল। আমি পুলিশে অভিযোগ জানিয়েছি। আশা করি এবার অন্তত আমার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে। আগের বার আমি অভিযোগ জানালেও মাত্র কয়েকমাসের মধ্যে এফআইআর ক্লোজ করে দেওয়া হয়।' এই পোস্টে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে ট্যাগও করেছেন জুবের।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ থেকে বেশ কিছু মিথ্যা প্রচার চালানো হয়েছে সোশাল মিডিয়ায়। ভারতের যুদ্ধবিমান পাকিস্তানে গুলি করে নামানো হয়েছে, সোশাল মিডিয়ার মাধ্যমে এই খবর পেয়ে তা প্রকাশ করে চিনের জাতীয় মিডিয়া দ্য গ্লোবাল টাইমসও। যদিও লাভ হয়নি তাতে। কারণ যে রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে অভিযান চালাচ্ছিল ভারতীয় বায়ুসেনা, সেই রাত একটানা জেগে কাজ করছিলেন বিতর্কিত ফ্যাক্ট চেকার, সাংবাদিক মহম্মদ জুবের। পাকিস্তানের বিভিন্ন প্রচারমূলক অ্যাকাউন্ট এবং হামিদ মীরের মতো সিনিয়র সাংবাদিকদের দ্বারা শেয়ার করা ভুল তথ্য ও ভিডিও প্রমাণ সহকারে খণ্ডন করেছেন। নেটদুনিয়ায় প্রশংসিতও হয়েছে জুবেরের এই অক্লান্ত পরিশ্রম। কিন্তু তারপরেই কেন ফের প্রাণনাশের হুমকি পেলেন তিনি? ভালো কাজের 'শাস্তি' হিসাবেই কি নিশানা করা হচ্ছে সাংবাদিককে? উঠছে নানা প্রশ্ন।
