সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। আর সেদিনই মুসলিম বিবাহ প্রথা নিয়ে একটি ভিডিও পোস্ট করে চর্চায় উঠে এলেন মহম্মদ শামির 'প্রাক্তন' স্ত্রী হাসিন জাহান। 'হালালা' প্রথা নিয়ে তাঁর ভিডিওয় শুরু হয়েছে নয়া বিতর্ক।
হাসিন সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় এক মহিলা একটি নথিতে সই করার সময় কাঁদছেন। সেই পোস্টে লেখা ছিল, 'রসম-এ-হালালা'। ইসলাম ধর্মের 'হালালা' প্রথা নিয়ে প্রশ্ন তুলে দীর্ঘ বার্তা দেন হাসিন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'সেই ধর্ম পালন করো, যেখানে মানবতা বেঁচে আছে। যেখানে মানবতার মৃত্যু ঘটে, সেখানে ধর্মপালনের কী প্রয়োজন? সুন্দরভাবে বেঁচে থাকাই জীবন। ভয়ে ভয়ে বেঁচে থাকা নরকের সমান। কোনও ধর্মই জীবনকে নরক করে দেওয়ার কথা বলে না। সব বোকার দল।'
হাসিনের এই পোস্ট নিয়ে বিতর্ক তুঙ্গে। একদল যেমন তাঁর বক্তব্যকে সমর্থন করছেন, তেমনই বিরোধিতাও করছেন অনেকে। ধর্মীয় জীবন ও মহিলাদের অধিকার নিয়ে বিতর্ককে ফের তুলে আনলেন তিনি। অনেকে আবার হাসিনের এই পোস্টের সঙ্গে সংযোগ খুঁজছেন উত্তরাখণ্ডে সদ্য কার্যকর হওয়া অভিন্ন দেওয়ানি বিধির। যেখানে 'হালালা' প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যেই হাসিনের এই পোস্ট কি উত্তরাখণ্ডের আইনকে সমর্থন করে? সেই প্রশ্নও তুলছেন অনেকে।
২০১৪ সালে মহম্মদ শামি ও হাসিন জাহানের বিয়ে হয়। কিন্তু কয়েক বছরের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে যায়। শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলাও করেন হাসিন। তারপর শামিকে একাধিকবার নিশানা করতে ছাড়েননি তিনি। তার মধ্যে সোশাল মিডিয়ায় প্রায়ই বিতর্ক বাঁধিয়ে চর্চায় থাকেন হাসিন।
