shono
Advertisement
Nityanand Rai

সামান্য কারণে তুঙ্গে বচসা! কেন্দ্রীয় মন্ত্রীর দুই ভাগ্নের গুলির লড়াইয়ে মৃত ১

বিহারের ভাগলপুরে চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনাকে কেন্দ্র করে।
Published By: Biswadip DeyPosted: 04:57 PM Mar 20, 2025Updated: 04:57 PM Mar 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তাক্ত সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দুই ভাগ্নের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার সকালে বচসা এমন পর্যায়ে পৌঁছয় দু'জনই পরস্পরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একজন আহত হয়েছেন। মারা গিয়েছেন অন্যজন। মৃত যুবকের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। বিহারের ভাগলপুরে চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনাকে কেন্দ্র করে।

Advertisement

ঠিক কী ঘটেছিল? অভিযোগ, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বচসা শুরু হয় দুই ভাইয়ের মধ্যে। জলের কল নিয়েই ঝগড়া শুরু হয়ে বলে জানা যাচ্ছে। ক্রমে বচসার সুর সপ্তমে চড়লে একজন নাকি বন্দুক বের করে গুলি করেন। তাতে আহত হয়ে লুটিয়ে পড়েন অন্যজন।

পুলিশের দাবি, এরপর আহত যুবক কোনওমতে নিজের বন্দুকটি বের করে গুলি চালান অন্যজনের উদ্দেশে। দুজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়।
নওগাছিয়া পুলিশ সুপারিটেন্ডেন্ট প্রেরণা কুমার বলেছেন, ''প্রাথমিক ভাবেই মনে করা হচ্ছে, জলের কল নিয়ে বচসা শুরু হয়েছিল। দু'জনকে চিহ্নিত করা হয়েছে বিশ্বজিৎ ও জয়জিৎ নামে। যথাযথ পদক্ষেপ করা হয়েছে। বিবৃতি রেকর্ড করা হচ্ছে। আমরা তথ্য পেয়েছিল ওঁরা দু'জনই এক কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্নে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রক্তাক্ত সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দুই ভাগ্নের বিরুদ্ধে।
  • অভিযোগ, বৃহস্পতিবার সকালে বচসা এমন পর্যায়ে পৌঁছয় দু'জনই পরস্পরকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
  • একজন আহত হয়েছেন। মারা গিয়েছেন অন্যজন।
Advertisement