shono
Advertisement
Mulayam Singh Yadav

অবশেষে যাদবকুলে ভাঙন! 'পরিবার ধ্বংসকারী অপর্ণাকে ডিভোর্স দিচ্ছি', ঘোষণা মুলায়মপুত্র প্রতীকের

বিজেপিতে যোগ দেওয়া অপর্ণার জন্য মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন, ইনস্টাগ্রাম পোস্টে দাবি করলেন প্রতীক যাদব।
Published By: Kishore GhoshPosted: 02:40 PM Jan 19, 2026Updated: 03:39 PM Jan 19, 2026

জল্পনাই সত্যি হল। দলের পাশাপাশি মুলায়ম সিং যাদবের পরিবারেও ভাঙন ধরাল বিজেপি! সোমবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের ছোট ছেলে এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ভাই প্রতীক যাদব ঘোষণা করলেন, বিজেপি নেত্রী স্ত্রী অপর্ণা যাদবের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। প্রতীক বলেন, "স্বার্থপর অপর্ণা আমাদের পরিবারটাকে ধ্বংস করছিল।"

Advertisement

এদিন অপর্ণার ছবি-সহ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন প্রতীক। সেখানে স্ত্রীকে 'পরিবার ধ্বংসকারী', 'স্বার্থপর', 'পারিবারিক একতা নষ্টকারী' ইত্যাদি সম্বোধন করেছেন মুলায়মপুত্র। অপর্ণার কারণে তাঁর মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে বলেও দাবি করেন প্রতীক। ইনস্টাগ্রামে প্রতীক ঘোষণা করেছেন, "খুব শীঘ্রই আমি এই স্বার্থপর মহিলার সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে চলেছি। ওঁ আসলে এখন বিখ্যাত এবং প্রভাবশালী হতে চাইছে। এই মুহূর্তে আমি মানসিক ভাবে ভালো নেই. তাঁর অবশ্য কিছু এসে যায় না। কারণ তিনি কেবল নিজেকে নিয়েই চিন্তিত। এমন খারাব মনের মানুষ জীবনে দেখিনি। দুর্ভাগ্য যে এর সঙ্গে বিয়ে হয়েছিল।"

অপর্ণার ভাই অমন বিসতের অবশ্য দাবি, প্রতীকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে বিয়ে হয় প্রতীক-অপর্ণার। তাঁদের এক মেয়েও রয়েছে। শুরুতে স্বামীর পরিবারিক দল সমাজবাদী পার্টিতেই যোগ দিয়েছিলেন। ২০১৭ সালে লখনউ ক্যান্টনমেন্ট বিধানসভা আসনে ভোটেও লড়়েন। যদিও বিজেপি প্রতিদ্বন্দ্বীর কাছে হারে যান। ২০২২ জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে বিজেপিতে যোগ দেন অপর্ণা যাদব। বর্তমান তিনি উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন। অপরপক্ষে মুলায়মপুত্র হলেও বরাবর রাজনীতি থেকে দূরে প্রতীক। তাঁর কর্মজগৎ রিয়েল এসটেট এবং শরীরচর্চা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement