shono
Advertisement

Breaking News

Jammu and Kashmir

কাশ্মীরে কাটিহার জঙ্গলে ঘাঁটি গেড়ে জইশ জঙ্গি, চলছে ধুন্ধুমার গুলির লড়াই, আহত ৭ জওয়ান

'অপারেশন ত্রাশি'র শক্তি বাড়াতে সেনার পাশাপাশি ঘটনাস্থলে সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশও।
Published By: Kishore GhoshPosted: 09:40 PM Jan 18, 2026Updated: 09:53 PM Jan 18, 2026

জম্মু ও কাশ্মীরের কাটিহারে জঙ্গি অভিযানে জখম হলেন তিন সেনা আধিকারিক। গোপন সূত্র খবর পেয়ে এদিন সকাল নির্দিষ্ট এলাকায় 'অপারেশন ত্রাশি' চালায় চালায় সেনা। গভীর জঙ্গল লুকিয়ে ঘাঁটি গেড়ে জওয়ানদের লক্ষ্য পালটা গুলি চালায় সন্ত্রাসবাদীরা। তখনই আহত হয়েছেন ৭ সেনা জওয়ান।

Advertisement

কাটিহারের গভীর জঙ্গলে তিন জইশ জঙ্গি লুকিয়ে রয়েছে, রবিবার খবর পায় সেনা। এর পরেই ওই অঞ্চলে অপারেশন শুরু করা হয়। সেনার 'হোয়াইট নাইট কর্পস' এই অভিযান চালায়। জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলতেই পালটা হামলা করে দুই থেকে তিন জন পাক মদতপুষ্ট জইশ জঙ্গি। গুলি ছোড়ার পাশাপাশি তারা গ্রেনেড ছোড়ে জওয়ানদের লক্ষ্য করে।

অপারেশনের শক্তি বাড়াতে সেনার পাশাপাশি সিআরপিএফ এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় দু'পক্ষের ধুন্ধুমার গুলির লড়াই। সেই সময় বোমার স্প্রিন্টারে জখম হন ৭ সেনা। অবস্থা গুরুতর হওয়ায় দ্রত ঘটনাস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়ে তাঁদের। অপারেশন এখনও অব্যাহত রয়েছে বলেই জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement