সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির (Delhi) একাধিক স্কুলে বোমাতঙ্ক। ইমেলে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি আসার পর থেকেই সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে। প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে, একই ইমেল পাঠানো হয়েছে বহু স্কুলকে। দ্রুত পড়ুয়াদের স্কুলগুলোর বাইরে নিয়ে এসে বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। তবে কোথাও সন্দেহজনক কিছু মেলেনি এখনও পর্যন্ত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চাণক্যপুরীর সংস্কৃত স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল রয়েছে তালিকায়। মেলে হুমকি আসার পরই নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে জানা গিয়েছে, ভোর সোয়া চারটে নাগাদ একই মেল পাঠানো হয়েছে নয়ডা, আরকে পুরম, বসন্ত কুঞ্জ ও গ্রেটার নয়ডার দিল্লি পাবলিক স্কুলেও। দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ''প্রাথমিক তদন্ত থেকে দেখা গিয়েছে, বহু জায়গাতেই একই মেল পাঠানো হয়েছে। একই ধাঁচের হুমকি (Bomb Threat) দেওয়া হয়েছে। কবে বিস্ফোরণ ঘটানো হবে, তা বলা হয়নি। অর্থাৎ একসঙ্গেই মেলগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।''
[আরও পড়ুন: দ্বিতীয় পর্বের ভোটের হার কীভাবে আচমকা বৃদ্ধি? প্রশ্ন বিরোধীদের]
প্রসঙ্গত, সোমবার একই রকম হুমকি মেল এসেছিল দেশের ২৪টি বিমানবন্দরে। হুমকি দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হবে ওই বিমানবন্দরগুলো! হুমকি মেল ঘিরে ছড়ায় চাঞ্চল্য। একটি মেলে নয়, আলাদা আলাদা ভাবে হুমকি দেওয়া হয়েছিল বিমানবন্দরগুলোয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, ‘টেররাইজার্স ১১১’ নামের এক গোষ্ঠী এই মেল পাঠিয়েছে। স্বাভাবিক ভাবেই এই হুমকি ঘিরে বাড়ছে উদ্বেগ। তার মধ্যেই এবার দিল্লির অসংখ্য স্কুলে ছড়াল বোমাতঙ্ক।