shono
Advertisement
Poll Survey

এখন ভোট হলে আসন বাড়বে বিজেপির, কমবে কংগ্রেসের, বলছে সমীক্ষা

লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে থামতে হয়েছিল বিজেপিকে।
Published By: Kishore GhoshPosted: 10:13 AM Feb 13, 2025Updated: 10:13 AM Feb 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এ লোকসভা নির্বাচনে একক সংখ‌্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে থামতে হয়েছিল বিজেপিকে। তবে পরিস্থিতি বদলেছে। আজই নির্বাচন হলে বিজেপি একাই পেতে পারে ২৮১ আসন। ইন্ডিয়া টুডে-সি ভোটার-এর জনমত সমীক্ষায় এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে।

Advertisement

সমীক্ষায় বলা হচ্ছে, বিজেপি নেতৃত্বের এনডিএ পেতে পারে ৩৪৩টি আসন। গত লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া ব্লক ২৩২টি আসন পেয়েছিল। এখন ভোট হলে বিরোধীদের আসন কমবে। তারা পেতে পারে ১৮৮টি আসন। ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি এই সমীক্ষাটিতে সারা দেশে সমস্ত লোকসভা কেন্দ্রে ১,২৫,১২৩ জনের মত নেওয়া হয়েছে। সেখানে দেখা গিয়েছে কংগ্রেস পেতে পারে মাত্র ৭৮টি আসন। অর্থাৎ, তাদের ২৮টি আসন কমবে। ২০২৪-এর নির্বাচনে এনডিএ ২৯২টি আসন পেয়েছিল।

প্রসঙ্গত, ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের লোকসভা ভোটে অনেকটাই খারাপ ফল হয়েছিল বিজেপির। একক সংখ্যাগরিষ্ঠতাও পাননি মোদী। ‘অব কি বার, চারশো পার’ স্লোগান দিয়ে একক ভাবে মাত্রই ২৪০টি আসন পেয়েছিল মোদী-শাহের দল। শেষ পর্যন্ত ৩০০ আসনের গণ্ডি টপকাতে পারেনি তাদের নেতৃত্বাধীন এনডিএ। শরিকদের সহযোগিতা নিয়ে কেন্দ্রে সরকার গঠন করতে হয়েছিল বিজেপিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমীক্ষায় বলা হচ্ছে, বিজেপি নেতৃত্বের এনডিএ পেতে পারে ৩৪৩টি আসন।
  • ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের লোকসভা ভোটে অনেকটাই খারাপ ফল হয়েছিল বিজেপির।
Advertisement