shono
Advertisement
New Congress headquarters

২৪ আকবর রোড ছেড়ে নয়া ঠিকানায় কংগ্রেস, ১৫ জানুয়ারি উদ্বোধন নতুন সদর দপ্তরের

নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন। দলের তরফে দাবি করা হচ্ছে, অতীত ঐতিহ্য বজায় রেখেই অত্যাধুনিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 10:22 PM Jan 07, 2025Updated: 10:22 PM Jan 07, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: ঠিকানা বদলে যাচ্ছে কংগ্রেসের। ২৪ আকবর রোড ছেড়ে দেশের প্রধান বিরোধী দলের সদর দপ্তর এবার হতে চলেছে ৯-এ কোটলা রোডে। নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন। আগামী ১৫ জানুয়ারি মহাসমারোহে দলের নতুন ভবনের উদ্বোধন করবেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী-সহ কংগ্রেসের প্রথম সারির প্রায় ৪০০ নেতা।

Advertisement

চল্লিশ বছর ধরে ২৪, আকবর রোডে সদর দপ্তর থেকে কাজ চালাচ্ছে কংগ্রেস। এক সময়ে কংগ্রেসের সদর দপ্তর ছিল যন্তরমন্তর রোডে। ইন্দিরাগান্ধী কংগ্রেস ভেঙে কংগ্রেস (ই) তৈরির পরে ১৯৭৮ সালের জানুয়ারিতে তাঁর অনুগামীরা চব্বিশ আকবর রোডের একটি বাংলোতে কাজ শুরু করেন। পরে এটিই কংগ্রেসের সদর দফতর হয়ে ওঠে। দলের মূল সদর দপ্তর ছাড়াও সেখানে রয়েছে কংগ্রেস সেবা দলের কার্যালয়, ৫, রাইসিনা রোডে যুব কংগ্রেসের অফিস এবং CII, ১০৯, চাণক্যপুরীর একটি আবাসন।

আকবর রোড খালি করার জন্য দীর্ঘদিন ধরেই চাপ আসছিল কংগ্রেসের উপর। ২০১০ সালে নতুন সদর কার্যালয় তৈরির জন্য জমি দেওয়া হয়েছিল কংগ্রেসকে। বলা হয়েছিল, আকবর রোডের সদর দপ্তরটি ৩ বছরের মধ্যে সেখানে স্থানান্তরিত করতে হবে। সেইমতো ২০১৩ সালেই ২৪, আকবর রোডের বাড়িটি ছেড়ে দেওয়ার কথা। তবে তখন তা কার্যকর হয়নি। উনিশের ভোটের আগেও একবার শোনা গিয়েছিল কংগ্রেস নতুন ঠিকানায় সরবে। সেটাও হয়নি। অবশেষে নতুন ঠিকানায় যাচ্ছেন মল্লিকার্জুন খাড়গেরা।

দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরের কাছেই কংগ্রেসের সদর দপ্তর তৈরি হয়েছে। তবে ঠিকানায় দীনদয়ালের ছোঁয়া বাঁচাতে কংগ্রেস দপ্তরে ঠিকানা ও মূল প্রবেশপথ হবে পাশের কোটলা রোডের দিকে। নতুন দলীয় ভবনের নাম ইন্দিরা ভবন। সেটি উদ্বোধন করবেন সোনিয়া গান্ধী। দলের তরফে দাবি করা হচ্ছে, অতীত ঐতিহ্য বজায় রেখেই অত্যাধুনিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৪ আকবর রোড ছেড়ে দেশের প্রধান বিরোধী দলের সদর দপ্তর এবার হতে চলেছে ৯-এ কোটলা রোডে।
  • নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন।
  • আগামী ১৫ জানুয়ারি মহাসমারোহে দলের নতুন ভবনের উদ্বোধন করবেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।
Advertisement