shono
Advertisement
Bangladesh

'দুদেশের পক্ষেই মঙ্গলজনক', কাঁটাতারের বেড়া নিয়ে সংঘাতের আবহে ঢাকাকে কড়া বার্তা দিল্লির

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবেশী দেশকে 'অপরাধমুক্ত সীমান্ত'র কথা মনে করিয়ে দেন।
Published By: Sucheta SenguptaPosted: 10:38 PM Jan 17, 2025Updated: 10:44 PM Jan 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশ, পাচার সমস্যা রুখতে সীমান্তের অরক্ষিত অংশকে কাঁটাতার দিয়ে ঘিরে দিতে তৎপর ভারত। তা নিয়ে বেশ অসন্তুষ্ট প্রতিবেশী দেশ। সম্প্রতি সীমান্ত এলাকায় কাঁটাতার বসানোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিজিবি-বিএসএফের মধ্যে অশান্তির ছবি দেখা গিয়েছে। কখনও কোচবিহারে, কখনও মালদহে, আবার কখনও নদিয়ায়। এনিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি। এবার বিদেশমন্ত্রকের তরফে কড়া বার্তা দিয়ে কাঁটাতারের বিষয়টি সমঝে দেওয়া হল ঢাকাকে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দিলেন, ''এটা দুই দেশের পক্ষেই মঙ্গলজনক। দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচকভাবে এগিয়ে যেতে আগ্রহী দিল্লি। তাই উভয়ের সুবিধার কথা বিবেচনা করা হচ্ছে।''

Advertisement

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ''ভারত-বাংলাদেশ সম্পর্কে বারবার নয়া মাত্রা যুক্ত হয়েছে। আমরা সর্বদা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়েছি। ঢাকাকে বলতে চাই, আমরা যে সিদ্ধান্তই নিই না কেন, তা বাংলাদেশ এবং ভারত - দুদেশের মানুষের কথা ভেবেই নেওয়া দরকার। আমরা চাই, সম্পর্ক আরও মজবুত হোক। সবসময় সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।''

কাঁটাতার সংক্রান্ত জটিলতার কথা বলতে গিয়ে জয়সওয়ালের বক্তব্য, ''আমরা নিজের অবস্থান ঢাকার কাছে স্পষ্ট করেছি। কাঁটাতার দেওয়া নিয়ে সম্প্রতি যা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের হাইকমিশনারকে ঢাকায় তলব করার বিষয়টি দুর্ভাগ্যজনক। আমরা অপরাধমুক্ত সীমান্ত ভাগ করে নিতে বদ্ধপরিকর। বাংলাদেশেরও সেই কর্তব্য মনে রাখা উচিত। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, পাচারের মতো অপরাধমূলক কাজকর্ম দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। সুরক্ষা নিশ্চিত করতেই হবে।'' এরপর তিনি অবশ্য আশাপ্রকাশ করে জানান, উভয়েই উভয়ের সমস্যা বুঝে সমাধানের পথে হাঁটবে। ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে, তাহলে তা মিটিয়ে এগিয়ে যেতে হবে এবং প্রতিবেশী দেশও সেক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ করবে বলে আশা তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে জটিলতায় ঢাকাকে কড়া বার্তা নয়াদিল্লির।
  • 'আমরা অপরাধমুক্ত সীমান্ত ভাগ করে নিতে বদ্ধপরিকর।'
  • বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকে সেকথা মনে করিয়ে দেন।
Advertisement