খলিস্তানি সন্ত্রাস দমনে কড়া দিল্লি, ‘জঙ্গি’ পান্নুনের বিরুদ্ধে মামলা দায়ের NIA-এর

06:45 PM Nov 20, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপ করল দিল্লি। এবার ‘জঙ্গি’ গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে UAPA আইনে মামলা দায়ের করল NIA। ২০১৯ সালে পান্নুনের সংগঠন ‘শিখ ফর জাস্টিস’কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ২০২০ সালে তাঁকে ‘জঙ্গি’ তকমা দেওয়া হয়। এবার আরও একধাপ এগিয়ে পান্নুনের বিরুদ্ধে UAPA ধারায় মামলা করা হল।

Advertisement

NIA জানিয়েছে, কানাডা নিবাসী পান্নুনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। UAPA (Unlawful Activities Prevention Act, 1967)-এর ১০, ১৩, ১৬, ১৭, ১৮, ১৮বি এবং ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়া হুমকি দিয়েছিলেন খলিস্তানি ‘নেতা’ পান্নুন। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল NIA।

 

[আরও পড়ুন: ‘ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে চেয়েছিলাম!’ সহ-অভিনেতার কথায় গর্জে উঠলেন দক্ষিণী তারকা তৃষা]

চলতি মাসের শুরুর দিকে নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিসে’র প্রতিষ্ঠাতা পান্নুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে তাঁকে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল। শিখ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলা হয়, ১৯ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবেন না। প্রাণ সংকট হতে পারে। ১৯ নভেম্বর বিশ্বের কোথাও এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়তে দেওয়া হবে না। বিশ্বজুড়ে এই সংস্থার বিমানকে ‘নিষিদ্ধ’ করা হবে। শুধু তাই নয়, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কাজকর্ম বন্ধেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই বিচ্ছিন্নতাবাদী নেতা। ১৯৮৫ সালে ৩২৯ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশে ধ্বংস হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ কনিষ্ক। সেই স্মৃতিই ফিরিয়ে আনার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার সেই হুমকির জন্যই পান্নুনের বিরুদ্ধে UAPA আইনে মামলা দায়ের করল NIA।

[আরও পড়ুন: নজরে ৩ জেলা, আবাস যোজনার ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে নবান্নে চিঠি কেন্দ্রের]

Advertisement
Next