সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ভারতীয় তরুণী নিকিতা গোডিসালার খুনের ঘটনায় নয়া মোড়। তাঁর বাবা দাবি করলেন, অভিযুক্ত অর্জুন শর্মা নিকিতার প্রেমিক ছিলেন না। তিনি ছিলেন চারজন রুমমেটের একজন। প্রসঙ্গত, এতদিন জানা যাচ্ছিল অর্জুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত ভারতীয় তরুণীর। এবার নিকিতার বাবা আনন্দ গোডিসালার দাবি ঘিরে নতুন বাঁক নিল এই হত্যাকাণ্ড, এমনটাই মনে করা হচ্ছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আনন্দকে বলতে শোনা গিয়েছে, ''অর্জুন আমার মেয়ের প্রাক্তন রুমমেট। বয়ফ্রেন্ড নয়। ওই অ্যাপার্টমেন্টে মোট চারজন থাকত। অর্জুন আমার মেয়ের কাছ থেকে অনেক টাকা নিত। ও ভারতে যাচ্ছিল। তার আগে তাকে টাকা ফেরত দিতে বলে আমার মেয়ে। এরপরই সে ওকে হত্যা করে পালিয়ে যায়। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব আমার মেয়ের দেহটি হস্তান্তরিত করা হোক।'' মৃত্যুর আগে মেয়ের সঙ্গে তাঁরই শেষ কথা হয়েছিল বলে জানাচ্ছেন তিনি। তাঁর কথায়, ''ও আমাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিল। সেই শেষ মেয়ের সঙ্গে আমার কথা।''
এদিকে নিকিতার বোনের অভিযোগ, আমেরিকা থেকে পালানোর আগে নিকিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ হাজার ৫০০ মার্কিন ডলার 'চুরি' করেছেন। নিকিতা খুনের তদন্তে নেমে অর্জুনের উপরেই সন্দেহ ছিল তদন্তকারীদের। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাড়িতে হানা দেওয়ার পরেই মার্কিন পুলিশ জানতে পারে, যুবক আমেরিকা ছেড়ে পালিয়েছেন। ভারতে যাচ্ছেন তিনি। এর পরেই মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে যোগাযোগ করে। সেই মতো ভারতের তদন্তকারী সংস্থাগুলিও সজাগ হয়ে খোঁজাখুঁজি শুরু করে। তাতেই জানা যায়, অর্জুন তামিলনাড়ুতে রয়েছেন। পরে সেখান থেকেই গ্রেপ্তার হন যুবক।
