রবিবার অর্থ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রত্যেক বছরই ফেব্রুয়ারির প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশ হয়। চলতি বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়লেও বাজেট পেশ হবে বলে আগেই জানিয়ে দিয়েছে ক্যাবিনেট কমিটি। ফলে এই প্রথমবার কেন্দ্রীয় বাজেট রবিবার পেশ হতে চলেছে। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে হালুয়া উৎসবে অংশ নিলেন তিনি।
প্রত্যেক বছর বাজেট পেশের আগে অর্থমন্ত্রকের রুদ্ধদ্বার কক্ষে এই উৎসব পালিত হয়ে থাকে। এই বছরও রীতি মেনে দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে এই রীতি পালন করা হয়। যেখানে বাজেট তৈরির কাজে নিযুক্ত সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। কিন্তু প্রত্যেক বছর কেন এই হালুয়া উৎসব রীতি পালন করা হয়?
হালুয়া উৎসব আসলে কেন করা হয়?
বাজেট তৈরির আগে এবং আনুষ্ঠানিকভাবে পেশ হওয়ার আগের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময় 'লক-ইন' নামেও পরিচিত। এই সময়কালে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখতে হয়। গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের এই সময় 'কোয়ারেন্টাইনে' রাখা হয়। পার্লামেন্টের নর্থ ব্লকের বেসমেন্টে থাকে সমস্ত তথ্য। চলে কড়া নজরদারি। নজরদারির আওতা থেকে রেহাই পান না আধিকারিকরাও। এমনকী এই সময় আধিকারিকদের সঙ্গে থাকে না মোবাইল। এমনকী বাইরের কিংবা পরিবারের কারও সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার অনুমতি তাঁদের থাকে না। তার আগে সকল আধিকারিকদের ধন্যবাদ জানাতে এবং 'লক-ইন' প্রক্রিয়া শুরুর আগে এই হালুয়া উৎসবের রীতি পালন করা হয়। এই অনুষ্ঠানে একটি বড় কড়াই'য়ে হালুয়া তৈরি করা হয়। ঐতিহ্য এবং রীতি মেনে প্রথম তা রান্না করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর তা বাজেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের মধ্যে বিতরণ করা হয়।
বলে রাখা প্রয়োজন, রবিবারে সংসদ খোলা রাখাটা রীতিমতো বিরল। এর আগে ২০২০ সালে করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সংসদের অধিবেশন বসেছিল। তার আগে বসেছিল সেই ২০১২ সালে। সংসদের প্রথম অধিবেশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২০১২ সালের ১৩ মে রবিবার বিশেষ অধিবেশন বসেছিল সংসদের। গত কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি সিলমোহর দিয়েছে, রবিবার বাজেট পেশ হবে।
