সংসদে বাজেট অধিবেশন শুরু হবে, ২৮ জানুয়ারি। শেষ হবে ২ এপ্রিল। দু'টি দফায় অধিবেশন হবে। তার আগে আজ, মঙ্গলবার সর্বদল বৈঠকে এসআইআর নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলল তৃণমূল কংগ্রেস। বাজেট অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনা দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। পাশাপাশি ভোটমুখী রাজ্যগুলিতে ইডি ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা নিয়েও আলোচনা চেয়েছে তৃণমূল। বিরোধী দলগুলির কথা শোনার উপর নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস।
বাজেট অধিনবেশনের আগে তৃণমূলের তরফ থেকে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়। সেখানে তাঁরা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনার দাবি, তোলে তৃণমূল। তবে বৈঠক থেকে বেরিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজুজি জানিয়ে দিয়েছেন, এই নিয়ে আলোচনা হবে না। কারণ, এই ইস্যুতে আগেই আলোচনা হয়ে গিয়েছে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে সাংসদ সাগরিকা। তিনি লেখেন, 'আমরা এসআইআর, বাংলার পাওনা ও ভোটমুখী রাজ্যগুলিতে ইডি ও অন্যান্য তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার। সরকারের বিরোধীদের কথা শোনার এবং বিরোধীদের কথা বলার জন্য সময় দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনার জন্য আমাদের দাবি তুলেছি। সংসদ কোনও একমুখী রাস্তা নয়।'
তিনি আরও বলেন, "এসআইআর প্রক্রিয়া যেভাবে হচ্ছে তাতে জাতীয় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে তা নিয়ে আলোচনা হওয়া উচিত। এই প্রক্রিয়ায় ১৩০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন তা নিয়ে আলোচনা দরকার। রাজ্যের বকোয়া অর্থ আটকে রাখা নিয়ে আলোচনার দাবি তুলেছি। সংসদে বিরোধীদের কথা শোনা দরকার।"
