সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ভারতের মধ্যে ছোট একটি উত্তর কোরিয়া! যেখানে বিপক্ষ দলের পতাকা ধরলেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বাদ পড়বে নাম। শুনতে অবাক লাগলেও অন্তত তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সায়দাবাদের বিধায়ক কোভা লক্ষ্মীর বক্তব্যে যেন তেমন ধারণাই স্পষ্ট হচ্ছে। সম্প্রতি একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে এমনই ‘ফতোয়া’ জারি করেছেন তিনি। আর তাঁর সেই বক্তব্যের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
[২ নয় ৭৯, RTI করে প্রাপ্ত নম্বর জানতে পারল ‘ফেল’ পরীক্ষার্থী]
সম্প্রতি তেলেঙ্গানা সরকার একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে। যার মাধ্যমে রাজ্যের গরিব মানুষকে সরকারি প্রকল্পের আওতায় ২BHK ফ্ল্যাট দেওয়া হবে। ইতিমধ্যে ১ হাজার জনকে বাড়ি দেওয়ার কথা ঘোষণাও করা হয়েছে। কিন্তু নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিজের বিধানসভা এলাকার একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে কোভা লক্ষ্মী সাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি বিজেপির পতাকা হাতে নেন, তাহলে তিনি সরকারের তরফ থেকে দুই বেডরুমের বাড়ি পাবেন না।’
এরপরই বিরোধী দলগুলির সমালোচনার মুখে পড়েন ওই বিধায়ক এবং তাঁর দল। অনেকেই অভিযোগ করেন, অনৈতিক ফরমান জারি করছেন ওই বিধায়ক। টিআরএস দল এবং তাদের নেতারা স্বৈরাচারের মতো আচরণ করছেন। পাশাপাশি সরকারি প্রকল্পে দুর্নীতিরও অভিযোগ তোলা হয়। তেলেঙ্গানার বিজেপি মুখপাত্র কৃষ্ণ সাগর বলেন, ‘এই প্রকল্প মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-এর ব্যক্তিগত সম্পত্তি নয়। নিজেদের লোককে এই প্রকল্পের সুবিধা দেওয়া কখনওই উচিত নয়, কারণ এটি একটি সরকারি প্রকল্প।’ যদিও এখনও পর্যন্ত সরকার বা টিআরএস দলের পক্ষ থেকে এ সম্পর্কে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
[কাশ্মীরে বড় সাফল্য, সেনার গুলিতে নিকেশ মুম্বই হামলার মূলচক্রী লকভির ভাইপো]
The post বিজেপির পতাকা হাতে নিলে মিলবে না সরকারি ফ্ল্যাট, ফতোয়া বিধায়কের appeared first on Sangbad Pratidin.