সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) তিন সন্তান আকাশ, ইশা ও অনন্ত আম্বানি। রিলায়েন্সের (Reliance) ডিরেক্টর হিসেবে তাঁরা সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু তাঁরা কোনও বেতন পান না! এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। তবে সরাসরি কোনও বেতন না পেলেও বোর্ড ও কমিটির মিটিংয়ে উপস্থিত থাকলে সেজন্য নির্দিষ্ট ফি তাঁরা পান।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষ থেকে সংস্থার থেকে কোন বেতন নেননি মুকেশও। যদিও তাঁর তুতো ভাই নিখিল ও হিতাল কিন্তু বেতন ও অন্য়ান্য সুযোগ সুবিধা নিতেন। এবার জানা গেল মুকেশের যমজ সন্তান আকাশ ও ইশা (দুজনেই ৩১) ও কনিষ্ঠ সন্তান অনন্ত (২৮ বছর) কেবল মিটিং বাবদ ফি পান। তবে সংস্থার লভ্যাংশ থেকে কমিশনও অবশ্য পান তাঁরা। কিন্তু সরাসরি কোনও বেতন তাঁদের জন্য বরাদ্দ নয়। গত মাসেই তাঁরা যোগ দিয়েছেন রিলায়েন্সে।
[আরও পড়ুন: লোকসভায় অসমেও লড়বে তৃণমূল, মমতা-অভিষেককে আমন্ত্রণ রাজ্য সভাপতি রিপুনের]
আসলে ওই তিনজনের নিয়োগ হয়েছে মুকেশ জায়া নীতা আম্বানির নিয়োগের মতোই শর্তে। ২০১৪ সালে সংস্থার বোর্ড সদস্য হিসেবে যোগ দেন নীতা। ২০২২-২৩ অর্থবর্ষে তিনি কমিশন পেয়েছেন ২ কোটি টাকা। পাশাপাশি মিটিংয়ে উপস্থিত থাকার জন্য পেয়েছেন ৬ লক্ষ টাকা।