সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ড্রাইভ করতে গিয়ে ৩০০ কিমি গতিতে 'উড়ছিল' ল্যাম্বরগিনি! গতি সামলাতে না পেরে সটান দুই শ্রমিককে গিয়ে ধাক্কা মারল বিলাসবহুল গাড়ি। তারপর জনতার প্রশ্নের মুখে ল্যাম্বরগিনি চালকের পালটা প্রশ্ন, এখানে কেউ মরেছে নাকি! রবিবার নয়ডার এহেন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, ল্যাম্বরগিনি চালকের নাম দীপক। তিনি মৃদুল তিওয়ারি নামে এক ইউটিউবারের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন টেস্ট ড্রাইভে। নয়ডার রাস্তায় বিপজ্জনক গতিতে গাড়ি নিয়ে কার্যত উড়ছিলেন তিনি। সেক্টর ৯৪এ পৌঁছে আচমকাই রাস্তার ধারে বসে থাকা দুই শ্রমিককে ধাক্কা মারে ওই উড়তে থাকা ল্যাম্বরগিনি। পাশের নর্দমায় পড়ে যান ওই দু'জন শ্রমিক। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে দুই শ্রমিকের পা ভেঙেছে।
গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার একপাশে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। আর চালকের আসনে বসে থাকা ব্যক্তি সাফাই দেওয়ার ভঙ্গিতে জিজ্ঞাসা করছেন, এখানে কেউ মরেছে নাকি? তারপরেই পুলিশ ডাকার কথা বলতে শোনা যায় অপর এক ব্যক্তিকে। পুলিশ এসে আটক করে ল্যাম্বরগিনির চালক দীপককে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার সময়ে নেশাগ্রস্ত ছিলেন না তিনি।
তবে আহত শ্রমিকদের কথায়, অন্তত ৩০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছিল ল্যাম্বরগিনি। একজন শ্রমিক বলেন, "৩০০ কিমি গতিতে গাড়িটা আসছিল। সোজা এসে আমাদের ধাক্কা মারল, তিনজনেই নর্দমায় পড়ে গেলাম।" যদিও ঘটনার সময়ে গাড়ির গতি কতটা ছিল সেই নিয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, দীপক গাড়ি কেনাবেচার কাজ করে। মৃদুল নিজের গাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন, সেটাই টেস্ট ড্রাইভ করতে বেরিয়েছিলেন দীপক।