সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাহানাগার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেলে দুর্ঘটনায় মৃত্যুমিছিল অব্যাহত। উঠছে গাফিলতির অভিযোগ। এই অবস্থায় নড়চড়ে বসল রেল মন্ত্রক? ভারতীয় রেলের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সহকারী লোকো পাইলট নিয়োগের সংখ্যা তিন গুণ বাড়ানো হবে। রেলওয়ে বোর্ডের একটি সার্কুলারে জানানো হয়েছে, পূর্বে পরিকল্পিত ৫,৬৯৬ জনের পরিবর্তে ১৮,৭৯৯ জন অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে। অর্থাৎ ১৩, ১০৩ জন অতিরিক্ত লোকো পাইলট নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
গত বছর ২ জুন ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে ঘটেছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রাণ হারিয়েছিলেন ২৯৬ জন। বছর ঘুরতে না ঘুরতে কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। যার পর রেলের যাত্রী সুরক্ষা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। প্রাথমিকভাবে মালগাড়ির চালকের উপর দুর্ঘটনার দায় চাপানো হলেও মানতে রাজি নয় অনেকেই। এই অবস্থায় নড়চড়ে বসল রেল বোর্ড। বিভিন্ন জোনগুলিতে দ্রুত শূন্য পদে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এর আগে সিদ্ধান্ত হয়েছিল, সহকারী চালক পদে ৫,৬৯৬ জনকে নিয়োগ করা হবে। দুর্ঘটনার পরদিন রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ১৮,৭৯৯ জন অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হবে।
[আরও পড়ুন: রামমন্দিরে চলল গুলি! মৃত SSF জাওয়ান, অযোধ্যায় ব্যাপক আতঙ্ক]
তবে শূন্য পদ পূরণে অন্তত ছয় মাস সময় লাগবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীদের লিখিত, অপ্যাটিটিউড এবং মেডিকেল পরীক্ষা হবে। এর পর অ্যাসিসট্যান্ট লোকো পাইলটদের প্রশিক্ষণ পর্ব রয়েছে। সব শেষে নিয়োগ বাস্তবায়িত হবে। উল্লেখ্য, লোকো পাইলটদের সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই কর্মঘণ্টা কমানোর দাবি করে আসছিল। যা সম্ভব হচ্ছিল না পাইলট বা চালকের সংখ্যা কম হওয়ায়। কংগ্রেস অভিযোগ করেছিল যে, লোকো পাইলটদের ২১% এবং সহকারী লোকো পাইলটদের ৮% পদ শূন্য রয়েছে। এই অবস্থায় প্রায় উনিশ হাজারের বেশি সহকারী চালক নিয়োগের সিদ্ধান্তেক স্বাগত জানাচ্ছে সব মহল।