shono
Advertisement

Breaking News

এবার গবাদি পশুদেরও থাকবে নিজস্ব UID নম্বর!

অভিনব উদ্যোগ মধ্যপ্রদেশ সরকারের। The post এবার গবাদি পশুদেরও থাকবে নিজস্ব UID নম্বর! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:33 AM Sep 03, 2017Updated: 06:28 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রকল্পটা ছিল ইউপিএ সরকারের। তবে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরই দেশের সমস্ত নাগরিকদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। তাহলে গবাদি পশুরাই বা বাদ যায় কেন! এবার বিজেপিশাসিত মধ্যপ্রদেশে ৯০ লক্ষেরও বেশি গবাদি পশুকে চিহ্নিত করার জন্য নির্দিষ্ট নম্বর চালুর সিদ্ধান্ত নিল শিবরাজ সিং চৌহানের সরকার।

Advertisement

[ইদে গরুর কুরবানি দেওয়ায় তাণ্ডব, গ্রেপ্তার ৬]

জানা গিয়েছে, মধ্যপ্রদেশে প্রতিটি গবাদি পশুর কানে একটি হলুদ কাগজে এই ইউনিক আইডেনটিফিকেশন কোর্ড বা UID নম্বর লেখা থাকবে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে শুধুমাত্র গরুর সংখ্যাই ৫৪ লক্ষ। মধ্যপ্রদেশ স্টেট লাইউস্টক অ্যান্ড পোলট্রি ডেভালপমেন্ট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর এইচ বি এস ভাদোরিয়া জানিয়েছেন, রাজ্যের ৯০ লক্ষেরও বেশি গবাদি পশুর ইউনিক  আইডেনটিফিকেশন কোর্ড বা UID নম্বর থাকবে। সারা রাজ্য জুড়ে পাইলট প্রজেক্টের ভিত্তিতে এই কাজ শুরু হয়েছে। কিন্তু, গবাদি পশুদের সম্পর্কে কী কী তথ্য থাকবে UID নম্বর সম্বলিত কাগজে?  কীভাবেই বা সেই তথ্য সংগ্রহ করা হবে?  জানা গিয়েছে, গবাদি পশুর মালিককে একটি ফর্ম ফিল আপ করে পোষ্য সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। সেই তথ্য নিয়ে অনলাইনে একটি ডেটাবেস তৈরি করবে মধ্যপ্রদেশ সরকারের পশুপালন দপ্তর। অনলাইনের ডেটা থেকেই প্রতিটি গবাদি পশুর জন্মতারিখ, বাসস্থান, স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাবে। মধ্যপ্রদেশ স্টেট লাইউস্টক অ্যান্ড পোলট্রি ডেভালপমেন্ট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর এইচ বি এস ভাদোরিয়া জানিয়েছেন, প্রতি মাসে কমপক্ষে সাড়ে সাত লক্ষ গবাদি পশুকে UID নম্বর দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বস্তুত, মালওয়া অঞ্চলে হাজারেরও বেশি গবাদি পশুকে UID নম্বর দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ করে ফেলেছে মধ্যপ্রদেশ সরকার।

[ফসল বাঁচাতে স্কুলে বন্দি গরুর পাল, পড়াশোনা লাটে যোগীর রাজ্যের স্কুলে]

প্রসঙ্গত, কেন্দ্রে ক্ষমতায় আসার পর দেশে বে-আইনি গো-হত্যা রুখতে উদ্যোগ নিয়েছে মোদি সরকার। দেশের পশুহাট বা পশুবাজারে গবাদি পশু বিক্রিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। সেই উদ্যোগেরই অঙ্গ হিসেবে এবার বিজেপিশাসিত মধ্যপ্রদেশের গবাদি পশুর জন্য চালু হতে চলেছে ইউনিক আইডেনটিফিকেশন কোর্ড বা UID নম্বর। সরকারের দাবি, এরফলে একদিকে যেমন বে-আইনি গো-হত্যা রুখে দেওয়া সম্ভব হবে, তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্তে গবাদি পশু নিয়ে ব্যবসা করার প্রবণতাও কমবে। এই প্রকল্পের নোডাল এজেন্সির দায়িত্ব পেয়েছে গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভালপমেন্ট বোর্ড।

[শিখদের গুরুদ্বারে ইদের নমাজ পড়লেন মুসলিমরা]

The post এবার গবাদি পশুদেরও থাকবে নিজস্ব UID নম্বর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার