shono
Advertisement

Breaking News

যত কাণ্ড মধ্যপ্রদেশে, এবার চুরির অভিযোগে নগ্ন করে মার যুবককে! ভাইরাল নিগ্রহের ভিডিও

FIR দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Posted: 06:25 PM Jul 09, 2023Updated: 06:26 PM Jul 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এক দলিত যুবকের মুখে ‘বিজেপি কর্মীর’ প্রস্রাব ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে দেশজুড়ে। ফের ওই বিজেপি শাসিত রাজ্যে এক যুবককে বর্বর হেনস্থার অভিযোগ উঠল। চুরির অভিযোগ তাঁকে নগ্ন করে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। বিতর্ক দানা বাঁধতেই এফআইআর দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাস্থল সাগর শহরের ধরম কাঁটা অঞ্চল। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় বসে আছেন সন্ত্রস্ত যুবক। পাশেই মেঝেতে পড়ে রয়েছে তাঁর পোশাক। এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে জলের মোটা পাইপ দিয়ে বেধড়ক মারধর করছেন। যন্ত্রণায় চিৎকার করছেন অসহায় যুবক। তাঁর হাতে পাইপ দিয়ে একের পর এক বাড়ি মারা হচ্ছিল। ভিডিওতে দেখা গিয়েছে, পাইপের পাশপাশি কনুই দিয়েও যুবককে আঘাত করছিল ওই ব্যক্তি।

[আরও পড়ুন: বন্ধুর সঙ্গে বচসা চলাকালীন শিবাজিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, গুজরাটে গ্রেপ্তার যুবক]

এই বিষয়ে অতিরিক্ত এসপি বিক্রম সিং কুশওয়াহা জানান, ভিডিওটি পুলিশের নজরে পড়েছে। এফআইআর দায়ের করে তদন্তও শুরু হয়েছে। ঠিক কোথায় ওই ভিডিও রেকর্ড করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে।

[আরও পড়ুন: কোটার পর দিল্লি, হস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী আইআইটির ছাত্র]

উল্লেখ্য, মধ্যপ্রদেশে দলিত যুবকের মুখে প্রস্রাবের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দলিতের পা ধুইয়ে দিতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং পাটিলকে। যদিও অভিযুক্ত বিজেপি কর্মীকে ক্ষমা করার বার্তা দিয়েছেন আদিবাসী যুবক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement