shono
Advertisement
Rajasthan

বাড়ির বাইরে ফোনে 'না', সেলফিতেও কাঁটা! রাজস্থানে মেয়েদের মোবাইল ব্যবহারে 'তালিবানি ফতোয়া'

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নিষেধাজ্ঞা জারির ভিডিও।
Published By: Kishore GhoshPosted: 08:58 PM Dec 23, 2025Updated: 08:58 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালেও মহিলা ও পুরুষের জন্য আলাদা নিয়ম! যখন গোটা দুনিয়া ৫জি ছেড়ে ৬জি ইন্টারনেট পরিষেবার দিকে এগোচ্ছে, তখন রাজস্থানের একটি গ্রাম পঞ্চায়েত ফতোয়া জারি করল, মহিলারা ক্যামেরাওলা স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। অর্থাৎ কিনা সেলফি বা ভিডিও রেকর্ডিংয়ে কাঁটা।  তারা কেবল পুরনো আমলের কিপ্যাড ফোন ব্যবহার করবেন। এমনকী ছাত্রীদের ক্ষেত্রে ঘরের বাইরে ফোন নিয়ে বেরনোতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Advertisement

রাজস্থানের জালোর জেলার গাজিপুর গ্রামে পট্টি পঞ্চায়েতের চৌধুরী সম্প্রদায় স্মার্টফোন নিয়ে ফতোয়া জারি করেছে। আগামী ২৬ জানুয়ারি থেকে নয়া নিয়ম লাগু হচ্ছে। কেবল মহিলাদের ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহার আটকানোই হয়নি, পাশাপাশি বিয়ে, সামাজিক অনুষ্ঠান, এমনকী প্রতিবেশীর বাড়িতে গেলেও মেয়েরা ফোন সঙ্গে রাখতে পারবেন না বলে নিদান দেওয়া হয়েছে চৌধুরী সম্প্রদায়ের তরফে। পট্টি পঞ্চায়েতের তরফে সাফাই দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মোবাইলের প্রতি আসক্তি কমাতে এবং ছোটদের চোখের ক্ষতি রুখতে। যদিও প্রশ্ন উঠছে, মোবাইল আসক্তি এবং চোখের ক্ষতি কি কেবল মেয়েদেরই হয়? ছেলেদের ক্ষেত্রেও তো বিষয়টি এক।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, পঞ্চায়েতের তরফে মোবাইল সংক্রান্ত ঘোষণা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে---"মেয়েরা ক্যামরাওলা ফোন ব্যবহার করতে পারবেন না। প্রয়োজন হলে ফোন করার জন্য কিপ্যাড ফোন ব্যবহার করতে পারেন। যে ছাত্রীদের ফোন রয়েছে তারা ঘরের বাইরে তা ব্যবহার করতে পারবে না।" কেবল মহিলাদের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা প্রসঙ্গে পঞ্চায়েতের যুক্তি, এটা জরুরি ছিল, কারণ মহিলাদের কাছে ফোন থাকলে সন্তানরাও ফোনে আসক্ত হচ্ছে।

উল্লেখ্য, পট্টি পঞ্চায়েতের এই নিষেধাজ্ঞা গাজিপুর-সহ একে একে লাগু হবে ভিনমল এলাকার ১৫টি গ্রামে। যা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। প্রতিবাদ করছেন একাধিক নারীবাদী সংগঠনের সদস্যরা। লিঙ্গ বৈষম্যের অভিযোগ এনে সোচ্চার হয়েছেন তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজস্থানের জালোর জেলার গাজিপুর গ্রামে পট্টি পঞ্চায়েতের চৌধুরী সম্প্রদায় স্মার্টফোন নিয়ে ফতোয়া জারি করেছে।
  • পট্টি পঞ্চায়েতের এই নিষেধাজ্ঞা গাজিপুর-সহ একে একে লাগু হবে ভিনমল এলাকার ১৫টি গ্রামে।
Advertisement