shono
Advertisement

এনআরএস কাণ্ডের জের ভিনরাজ্যে, চিকিৎসকদের বিক্ষোভে একাধিক হাসপাতালে স্তব্ধ পরিষেবা

কোথাও কালো ব্যাজ পরে, কোথাও মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদে চিকিৎসকরা৷ The post এনআরএস কাণ্ডের জের ভিনরাজ্যে, চিকিৎসকদের বিক্ষোভে একাধিক হাসপাতালে স্তব্ধ পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:43 AM Jun 14, 2019Updated: 11:43 AM Jun 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএস হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের সমর্থনে শুক্রবার দেশজুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন দেশের সমস্ত এইমসের চিকিৎসকরা৷ এবার সেই বিক্ষোভকে সমর্থন জানালেন বিভিন্ন রাজ্যের অন্যান্য হাসপাতালগুলিও৷ সূত্রের খবর, এবার একই কায়দায় কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই, দিল্লি, নাগপুরের একাধিক হাসপাতালের চিকিৎসকরাও৷

Advertisement

[ আরও পড়ুন: বিহারে এনসেফেলাইটিসে ৪৩ জনের মৃত্যু, নির্বিকার প্রশাসন]

জানা গিয়েছে, এনআরএস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার কর্মবিরতি পালন করছেন মুম্বইয়ের লোকমান্য তিলক মিউনিসিপাল জেনারেল হসপিটালের চিকিৎসকরা৷ একই সিদ্ধান্তে উপনিত হয়েছেন দিল্লির সফরদরজং হাসপাতালে-সহ আরও বহু হাসপাতালের চিকিৎসকরাও৷ নাগপুর মেডিক্যাল কলেজেও বিক্ষোভ প্রদর্শন করছেন তাঁরা৷ এরাজ্যের বিভিন্ন হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের সমর্থনে অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা৷ জানাবেন নৈতিক সমর্থন৷ ফলে শুক্রবার জেশজুড়ে চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা তৈরি হতে চলেছে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের৷ এনআরএস কাণ্ডের প্রতিবাদে আগেই শুক্রবার দেশজুড়ে সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন এইমসের চিকিৎসকরা। আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এদিন কর্মবিরতি পালন করছেন দিল্লি-সহ পাটনা, রায়পুর, রাজস্থান ও পাঞ্জাব এইমসের চিকিৎসকরাও৷ প্রতীকী বিক্ষোভ দেখিয়ে বৃহস্পতিবার রীতিমতো হেলমেট, ব্যান্ডেজ এবং কালো ব্যাজ পরে কাজে করেন ভিনরাজ্যের চিকিৎসকরা।

[ আরও পড়ুন: ‘বাংলা গুজরাট হয়েই গিয়েছে, এবার অযোধ্যা হবে’, মমতাকে আক্রমণ শিব সেনার ]

এছাড়া ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারই সরব হয়েছে দি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন৷ পদত্যাগ করেছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সুপার সৌরভ চট্টোপাধ্যায় এবং প্রিন্সিপ্যাল শৈবাল মুখোপাধ্যায়৷ ওইদিন দুপুরেই মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়ে কর্মবিরতি প্রত্যাহারের চরম হুঁশিয়ারি দেওয়ার পর থেকে গণইস্তফার সিদ্ধান্ত নেন আন্দোলনরত চিকিৎসকরা৷ ইস্তফাপত্র পেশ করেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬৮ জন সিনিয়র ডাক্তার৷ তা গৃহীত না হলেও, এমন সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে আন্দোলনের শক্তি বাড়িয়েছে৷ তা দেখা যাচ্ছে শুক্রবারও৷

The post এনআরএস কাণ্ডের জের ভিনরাজ্যে, চিকিৎসকদের বিক্ষোভে একাধিক হাসপাতালে স্তব্ধ পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement