সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরের পর উত্তরপূর্বে ফের আশঙ্কার মেঘ! নাগা সশস্ত্র গোষ্ঠী NSCN (IM) ২৭ বছরের শান্তিচুক্তি ভেঙে ‘ভারতের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিরোধ’ গড়ে তোলার হুমকি দিল। ১৯৯৭-এর শান্তিচুক্তির পর ২০১৫ সালে আরও এক চুক্তি হয়েছিল। যদিও সম্প্রতি এক বিবৃতিতে এনএসসিএন জানিয়েছে, তৃতীয় পক্ষের উপস্থিতিতে নাগাদের জন্য পৃথক পতাকা এবং সংবিধানের দাবিতে আলোচনা চায় তারা। এইসঙ্গে সরকারে বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জানিয়েছে তারা। কী সেই অভিযোগ?
বিবৃতিতে রীতিমতো হুঁশিয়ারির সুরে NSCN লিখেছে, তাদের সঙ্গে যে চুক্তি (২০১৫) রয়েছে, ভারত এবং ভারতের নেতৃত্ব তাকে সম্মান করছে না। হিংসাত্মক সংঘাত ছড়ালে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাশাপাশি যেভাবেই হোক নাগাদের ইতিহাস, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এলাকা, পতাকা এবং সংবিধানকে রক্ষা করা হবে বলে জানিয়েছে তারা। এর জন্য যে কোনও পর্যায়ে তারা যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
বহু প্রাণহানির পর ১৯৯৭ সালে সংঘর্ষবিরতি চুক্তিতে সই করেছিল নাগাদের সশস্ত্র গোষ্ঠী। শেষে মোদি সরকারের আমলে নাগাদের দাবিগুলি নিয়ে আলোচনার সাপেক্ষে আরও একটি চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) হয়। উল্লেখ্য, এনএসসিএন-এর প্রধান লক্ষ্য বৃহত্তম নাগাল্যান্ড গঠন। যার মধ্যে রয়েছে অসম, মণিপুর ও অরুণাচল প্রদেশের নাগা অধ্যুষিত অঞ্চলগুলিও রয়েছে।