সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় পাঁচদিন ব্যাপী চূড়ান্ত অব্যবস্থা। ভোগান্তির শিকার হাজার হজার যাত্রী। অথচ সতর্ক হলেই এড়ানো যেত এই পরিস্থিতি। কেন্দ্র মনে করছে, সবটাই হয়েছে ইন্ডিগোর শীর্ষস্তরের আধিকারিকদের গাফিলতিতে। যার জেরে এবার কড়া শাস্তির মুখে পড়তে হতে ইন্ডিগোকে। সূত্রের খবর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক ইন্ডিগোকে একাধিক স্তরে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে।
সবার আগে সংস্থার সিইও পিটার এলবার্সকে সরানোর দাবি তুলতে চলেছে কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু ইতিমধ্যেই ইন্ডিগোর শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পরই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক শীর্ষস্তরের গাফিলতির সম্ভাবনা দেখছে। সেকারণেই সবার আগে এলবার্সকে সরাতে চায় কেন্দ্র। ইন্ডিগোর পরিস্থিতি নিয়ে শুক্রবারই মুখ খুলেছিলেন এলবার্স। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কোমর বেঁধে নেমেছে সংস্থা। আমাদের সংস্থার কাজের পরিধি ও জটিলতার কথা মাথায় রেখে আশা করছি আমরা ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক পরিষেবা দিতে পারব। কিন্তু তাও হয়নি। কেন্দ্র সরাসরি সংস্থার সিইওর অপসারণ চাইছে।
এছাড়াও একাধিক শাস্তি দেওয়া হতে পারে ইন্ডিগোকে। সংস্থার উপর মোটা অঙ্কের জরিমানা করার পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয়, যে পরিমাণ উড়ান চালানোর অনুমতি তাঁদের দেওয়া হয়েছে, সেটা আরও কমানোর ভাবনা রয়েছে কেন্দ্রের। সবটাই দ্রুত ঘোষণা করা হবে।
এদিকে শনিবারও অব্যাহত দুর্দশা। ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। টানা তিন দিন ধরে ইন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় নাকানিচোবানি খেতে হচ্ছে আমজনতাকে। অভিযোগ গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর মধ্যেই কড়া পদক্ষেপের ভাবনা মোদি সরকারের।
