shono
Advertisement
PM Modi

'ভারতে আসুন', আন্তর্জাতিক চিতা দিবসে গোটা বিশ্বের বন্যপ্রাণপ্রেমীদের আমন্ত্রণ মোদির

'প্রজেক্ট চিতা'র উদ্দেশ্য জীববৈচিত্র সংরক্ষণ, জানালেন প্রধানমন্ত্রী।
Published By: Kishore GhoshPosted: 12:22 PM Dec 04, 2025Updated: 04:26 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উষ্ণায়ণের পৃথিবীতে সবুজ প্রকৃতি ও জীববৈচিত্রের ভারসাম্য ফেরানোই একমাত্র কর্তব্য। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক চিতা দিবসে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি বলেন, 'প্রজেক্ট চিতা' হল পরিবেশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা, পাশাপাশি এর মাধ্যমে গোটা পৃথিবীর বন্যপ্রাণপ্রেমীদের ভারতে আমন্ত্রণ জানানো হচ্ছে।

Advertisement

এক্স হ্যান্ডেলের পোস্টে মোদি লিখেছেন, "এই গ্রহের অন্যতম অসাধারণ প্রাণী চিতাকে রক্ষায় নিবেদিতপ্রাণ সকল বন্যপ্রাণপ্রেমী এবং সংরক্ষণবাদী।" প্রজেক্ট চিতার কথা উল্লেখ করে মোদি জানান, "তিন বছর আগে, আমাদের সরকার এই অসাধারণ প্রাণীটিকে রক্ষা করার জন্য এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে চিতা প্রকল্প চালু করেছিল। এটি হারানো পরিবেশগত ঐতিহ্য পুনরুদ্ধার এবং আমাদের জীববৈচিত্র্যকে শক্তিশালী করার একটি প্রচেষ্টাও ছিল।"

মোদি আরও লেখেন, "ভারত বেশ কিছু চিতার আবাসস্থল হতে পেরে গর্বিত। তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় মাটিতে জন্মগ্রহণ করেছে।" এদের মধ্যে অনেকগুলি এখন কুনো জাতীয় উদ্যান এবং গান্ধী সাগর অভয়ারণ্যে বেড়ে উঠছে। গোটা পৃথিবীর বন্যপ্রাণপ্রেমীদের ভারত আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লেখেন, "চিতা পর্যটনের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াটা আনন্দের। আমি গোটা বিশ্বের বন্যপ্রাণপ্রেমীদের ভারত ভ্রমণে এসে চিতার সৌন্দর্য দেখার জন্য উৎসাহিত করছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোদি আরও লেখেন, "ভারত বেশ কিছু চিতার আবাসস্থল হতে পেরে গর্বিত।"
  • ৪ ডিসেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক চিতা দিবস।
Advertisement