সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের (Ukraine) মধ্যে সংঘাত কিছুতেই থামছে না। ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতিতে বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা। এহেন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে জোরকদমে চলছে ‘অপারেশন গঙ্গা’। ওই অভিযানের অন্তর্গত রবিবার রাতে ২৪৯ জন ভারতীয় নাগরিককে নিয়ে দেশে ফেরে একটি বিশেষ বিমান।
[আরও পড়ুন: ‘আত্মসমর্পণ করব না, এক ইঞ্চি জমিও ছাড়ব না রাশিয়াকে’, পুতিনকে হুঁশিয়ারি ইউক্রেনের]
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রোমানিয়ার রাজধানী বুকরেস্ট থেকে ভারতীয় পড়ুয়া ও অন্য নাগতিকদের নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছত পঞ্চম বিমান। সেখানেই ইউক্রেন ফেরত এক পড়ুয়া বলেন, “সরকার আমাদের প্রচুর সাহায্য করেছে। ভারতীয় দূতাবাসও সমস্ত সম্ভব চেষ্টা করছে। তবে সীমান্ত (ইউক্রেনের) পেরনোটাই বড় সমস্যা। আমি আশা করছি সেদেশ থেকে সব ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। এখনও ইউক্রেনে ভারতের অনেক মানুষ আটকে আছে।”
যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেও ইউক্রেনে ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। এদের অনেকেই আবার ডাক্তারি পড়ুয়া। তবে রাশিয়া পূর্ণ যুদ্ধ ঘোষণা করার আগেই দেশে ফেরেন অন্তত হাজার চারেক ভারতীয়। বাকিদের ফেরানোর চেষ্টা চলছে। রবিবার ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছে কেন্দ্র সরকার।
বলে রাখা ভাল, খারকভ ও কিয়েভে ভয়াবহ লড়াই চলছে। সেই বিষয়ে গতকাল একটি বিশেষ সংবাদ সম্মেলনে শ্রিংলা বলেন, “রোমানিয়া ও হাঙ্গেরি থেকে বিমানে কয়েক হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। আরও ১ হাজার নাগরিককে ইউক্রেন থেকে সড়কপথে বের করে আনা হয়েছে। যেহেতু ইউক্রেনের আকাশসীমা বন্ধ তাই পড়শি রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে।”
উল্লেখ্য, রবিবার যুদ্ধ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো ও তাঁদের সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হবে। বৈঠকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হলেও সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আটক ভারতীয়দের ফেরানো নিয়ে। ইউক্রেন সংলগ্ন দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে কীভাবে দ্রুত সকলকে ফেরানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় রবিবাসরীয় এই বৈঠকে।