shono
Advertisement
Operation Sindoor

সংসদে মোদির মুখে পূর্ণম প্রসঙ্গ, হুগলির জওয়ানকে ঢাল করতে চেয়েছিল পাকিস্তান!

আর কী বললেন মোদি?
Published By: Tiyasha SarkarPosted: 07:19 PM Jul 29, 2025Updated: 07:34 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে সিঁদুর আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম সাউ প্রসঙ্গ। তিনি বললেন, এক জওয়ান পাকিস্তানে আটকে পড়ায় ওরা ভেবেছিল মোদিকে শায়েস্তা করবে। জওয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। বিরোধীরাও নানারকম মন্তব্য করেছে। এরপরই স্বমেজাজে মোদি বলেন, "সুস্থভাবে জওয়ানকে ফিরিয়ে আনা হয়েছে বাংলায়।" পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, হামলা হলে এভাবেই জবাব দেওয়া হবে।

Advertisement

পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন হুগলির পূর্ণমকুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দি ছিলেন তিনি। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী গিয়েছিলেন বিএসএফের হেড কোয়ার্টারেও। আশ্বাস নিয়ে ঘরে ফিরলেও আতঙ্ক ছিলই। ২২ দিন পর অবশেষে পাক ভূখণ্ড থেকে দেশে ফেরেন পূর্ণম। মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুর সংক্রান্ত আলোচনায় মোদির মুখে শোনা গেল সেই পূর্ণমের কথাই। তিনি বলেন, ভারতের জওয়ান পাকিস্তানের হাতে আটকে পড়ায় খুশি হয়েছিল শাহবাজ শরিফের দেশ। ভেবেছিল, এই জওয়ানকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করা যাবে মোদির বিরুদ্ধে। এরপরই হুঙ্কার ছেড়ে বললেন, "এভাবে মোদিকে শায়েস্তা করা যাবে না। মোদি দেশের সেনাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে ঘরে।"

প্রসঙ্গত, এদিন লোকসভায় দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ একহাত নেন প্রধানমন্ত্রী। সরাসরি বললেন,  "সদনে ভারতের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। যারা ভারতের পক্ষ দেখতে পায় না তাদের সামনে আয়না ধরতে এসেছি।” সেই সঙ্গেই তাঁর দাবি, পহেলগাঁও হামলার পরই তিনি সেনাকে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে কীভাবে জবাব দিতে হবে সে ব্যাপারে তারা নিজেরাই যেন সিদ্ধান্ত নেন। কখন, কোথায়, কীভাবে জবাব দেওয়া হবে তা সেনাই ঠিক করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংসদে সিঁদুর আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম সাউ প্রসঙ্গ।
  • তিনি বললেন, এক জওয়ান পাকিস্তানে আটকে পড়ায় ওরা ভেবেছিল মোদিকে শায়েস্তা করবে। জওয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।
Advertisement