shono
Advertisement

Breaking News

নোট বাতিলের এক মাস, কালা দিবস পালন বিরোধীদের

নজিরবিহীন বিক্ষোভে একজোট তৃণমূল-সিপিএম-কংগ্রেস! The post নোট বাতিলের এক মাস, কালা দিবস পালন বিরোধীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:20 PM Dec 08, 2016Updated: 12:57 PM Dec 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার এক মাস পূর্তি হল বৃহস্পতিবার৷ কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ‘কালা দিবস’ পালন করল প্রায় ১৫টি বিরোধী দল৷ কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিজেপি বিরোধী দলগুলি নোট বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়৷ আজই নোট বাতিল ও ডিজিটাল লেনদেন নিয়ে মুম্বইতে রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতরে একটু গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে৷

Advertisement

বিরোধীদের এই বিক্ষোভ প্রদর্শনের নিন্দা করে বেঙ্কাইয়া নায়্ডু বলেন, “বিরোধীরা কালা দিবস নয়, কালো ধনের সমর্থন দিবস পালন করছে৷” একই সুর শোনা গিয়েছে আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের গলাতেও৷ তিনি বলেন, “মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধীরা এই সব করছে৷ সাধারণ মানুষের সাহায্য করতে তাঁরা চায় না৷ নইলে সংসদের ভিতরে কেন্দ্র তো সবরকম আলোচনার জন্য প্রস্তুত!”

বিক্ষোভে অংশগ্রহণ করে কেন্দ্রের বিরুদ্ধে এদিন ফের তোপ দেগেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ তাঁর অভিযোগ, নোট বাতিলের সিদ্ধান্ত কোনও দৃঢ় পদক্ষেপ নয়, কেন্দ্রের বোকামি৷ কোনও দিক খতিয়ে না দেখেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বদলে গিয়েছে৷ প্রথমে নোট বাতিলকে তিনি কালো টাকার বিরুদ্ধে অভিযান বলে দাবি করেছিলেন৷ এখন আবার বলে বেড়াচ্ছেন ক্যাশলেস লেনদেনের উদ্দেশ্যেই নাকি বড় নোট বাতিল করা হয়েছে৷” প্রধানমন্ত্রী সংসদে আলোচনা থেকে পালাতে চাইছেন বলেও অভিযোগ তুলেছেন রাহুল৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবার টুইট করে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “গত এক মাসে নোট বাতিলের জেরে ৯০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন৷ আর কতজন প্রাণ হারাবে মোদি-বাবু?”

এদিকে, কেন্দ্রীয় সিদ্ধান্তের এক মাস পূর্তিতে কংগ্রেস মৌন প্রতিবাদ চালিয়ে যাবে বলে রাজ্যসভায় জানিয়েছেন গুলাম নবি আজাদ৷ বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, “নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর শতাধিক মানুষ মারা গিয়েছেন৷ তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই গান্ধী মূর্তির পাদদেশে মৌন প্রতিবাদ জানাচ্ছে কংগ্রেস৷” কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে নায়্ডু বলেন, “গত ২ সপ্তাহ ধরে সংসদে কোনওরকম আলোচনা চালাতে দিচ্ছে না বিরোধীরা৷ গান্ধীজির মূর্তির সামনে তামাশা করছে কংগ্রেস৷” এদিনও রাজ্যসভায় নোট বাতিলের বিরুদ্ধে ব্যাপক হইহট্টগোল চলে৷ দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা৷ কেন্দ্রের সমালোচনা করেছেন বিএসপি প্রধান মায়াবতীও৷ তাঁর বক্তব্য, “কেন্দ্রের বিরুদ্ধাচরণ করার মধ্যে বিরোধীদের কোনও ব্যক্তিগত স্বার্থ নেই৷ দেশের ৯০ শতাংশ জনগণের স্বার্থরক্ষার জন্য বিরোধীরা কালা দিবস পালন করছে৷”

লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এদিন সংসদের বাইরে বলেছেন, “আদবানির মতো বয়োজ্যেষ্ঠরা প্রতিদিন এসে একই দৃশ্য দেখছেন৷ সংসদ চলতে দেওয়া উচিত৷ অ্যাসোচেমের প্রেসিডেন্ট সুনীল কানোরিয়া দাবি করেছেন, নোট বাতিলের ঋণাত্মক প্রভাব পড়বে কর্মসংস্থানের উপর৷ বাস্তবে দেখা গিয়েছে, নোট বাতিলের একটা বড় ধাক্কা এসে লেগেছে ভারতীয় গাড়ি শিল্পে৷ নভেম্বর মাসে গাড়ির বিক্রি কমে গিয়েছে বলে আজ এক রিপোর্ট থেকে জানা গিয়েছে৷

The post নোট বাতিলের এক মাস, কালা দিবস পালন বিরোধীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement