shono
Advertisement

ভারতীয় জওয়ানরা সীমানার মধ্যেই আছেন, অনুপ্রবেশ ইস্যুতে বেজিংকে কড়া জবাব দিল্লির

টহলদারির নামে ভারতীয় সেনা চিনের সীমান্তে ঢুকে পড়ছে বলে অভিযোগ করেছিল জিনপিং প্রশাসন। The post ভারতীয় জওয়ানরা সীমানার মধ্যেই আছেন, অনুপ্রবেশ ইস্যুতে বেজিংকে কড়া জবাব দিল্লির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM May 21, 2020Updated: 08:25 PM May 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় জওয়ানরা নিজেদের সীমান্তের মধ্যেই টহলদারি চালাচ্ছেন। কিন্তু, চিনের সেনা কর্মীরাই তাঁদের কাজে বাধা সৃষ্টি করছে। বৃহস্পতিবার একথাই জানানো হল ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।

Advertisement

বৃহস্পতিবার এপ্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘সমস্ত ভারতীয় কর্মকাণ্ড প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control)-এর ভিতরে থাকা ভারতের সীমান্তের মধ্যেই হয়। কিন্তু, কয়েকদিন ধরে চিনের দিক থেকেই ভারতীয়দের দৈনন্দিন টহলদারির কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে ভারত সবসময় খুবই দায়িত্বপূর্ণ আচরণ করে।’

[আরও পড়ুন: ঝাড়খণ্ড সরকারের নয়া উদ্যোগ, পরিযায়ী শ্রমিকদের জন্য বানানো হল কমিউনিটি কিচেন ]

তিনি আরও বলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) এলাকায় সবসময় দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনেই কাজ করেন ভারতীয় সেনা জওয়ানরা। বর্তমানে LAC নিয়ে যে মতপার্থক্য দেখা দিয়েছে তার মীমাংসা করতেও ওই চুক্তি ও প্রোটোকল মেনেই চলবে। আশাকরি উভয়পক্ষ কথাবার্তার মাধ্যমে শান্তিপূর্ণ পথেই এই ধরনের পরিস্থিতির সমাধান করার পদ্ধতি খুঁজে বের করবে।’

কয়েকমাস আগে ভারত সফরের সময় চেন্নাইয়ে এসে সরকারি সফরসূচির বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠক করেছিলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। তখন দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ভারত ও চিনের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়। তখন উভয়পক্ষই শান্তিপূর্ণ উপায়ে সীমান্ত সমস্যার সমাধানের বিষয়ে একমত হয়েছিলেন বলেও আজ উল্লেখ করেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

[আরও পড়ুন: উজ্জ্বল ভবিষ্যতের লোভে লস্কর-ই-তইবায় যোগ দেওয়ার ফল, কাশ্মীরে ধৃত ৩ যুবক]

The post ভারতীয় জওয়ানরা সীমানার মধ্যেই আছেন, অনুপ্রবেশ ইস্যুতে বেজিংকে কড়া জবাব দিল্লির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement