shono
Advertisement

‘অর্থনীতি নিয়ে রঘুরাম রাজনের সঙ্গে কথা বলুন’, মোদিকে পরামর্শ চিদম্বরমের, পালটা বিজেপির

চিদম্বরমের পরামর্শকে দুঃসাহস বলে ওড়াল বিজেপি।
Posted: 02:12 PM Oct 21, 2022Updated: 02:12 PM Oct 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেহাল দশা অর্থনীতির। দিন দিন ডলারের তুলনায় পড়ছে টাকার দাম। অথচ সরকারের সে নিয়ে তেমন ভ্রূক্ষেপ নেই। পরিস্থিতি বদলানোর দাবিতে এবার সরব প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর দাবি, এই সরকার অর্থনীতির বেহাল দশা ঠিক করতে ব্যর্থ। তাই অবিলম্বে প্রধানমন্ত্রী উচিত নামী অর্থনীতিবিদদের সঙ্গে একান্তে বৈঠক করে, এই সমস্যার সমাধান করা।

Advertisement

শুক্রবার এক টুইটে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন,”টাকার দামের নিরলস পতনের মুখে সরকার অসহায়। টাকার দাম কমার জন্যই মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি, সুদের হারের এই অবস্থা।” চিদম্বরম বলছেন, এই পরিস্থিতি সরকারের দরকার সুপরামর্শ এবং সঠিক দিকনির্দেশ। সেকারণেই প্রধানমন্ত্রীর প্রথম সারির অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করা উচিত বলে পরামর্শ দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী।

[আরও পড়ুন: ‘কেবল কোরান নয়, গীতাতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে জেহাদ শিখিয়েছিলেন’, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক]

কাদের সঙ্গে আলোচনা করা উচিত সরকারের, তার একটি তালিকাও দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী। চিদম্বরম জানিয়েছেন, সরকারের উচিত সি রঙ্গরাজন, ওয়াই ভি রেড্ডি, রঘুরাম রাজন, রাকেশ মোহন এবং মন্টেক সিং আলুওয়ালিয়ার মতো নামী অর্থনীতিবিদদের পরামর্শ নেওয়া। যদিও প্রাক্তন অর্থমন্ত্রীর এই পরামর্শকে দুঃসাহসী বলে মনে করছে গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বক্তব্য, যারা যারা দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে নীতিপঙ্গুত্ব এবং অর্থনীতির অধোগতির জন্য পরিচিত, তাঁদেরই পরামর্শ নিয়ে অর্থনীতি ঠিক করতে বলছেন চিদম্ববরম। এটা দুঃসাহস ছাড়া আর কী!

[আরও পড়ুন: সন্ন্যাসিনী সেজে ভারতে লুকিয়ে চিনা গুপ্তচর! দিল্লি পুলিশের হাতে আটক মহিলা]

উল্লেখ্য, মার্কিন ফেডারেল ব্যাংকের নীতি বদলের জেরে ডলারের নিরিখে ভারতের মুদ্রার অধোগতি এখনও অব্যাহত। ইতিমধ্যেই ডলারের দাম সর্বকালের রেকর্ড গড়ে ৮৩ টাকা পেরিয়ে গিয়েছে। অথচ, এই রেকর্ড পতন নিয়ে তেমন ভাবিত নন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। দিন কয়েক আগে আমেরিকায় দাঁড়িয়েই তিনি বলেন,“টাকার দামে পতন হচ্ছে না। মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। বিশ্বের অন্যান্য মুদ্রার থেকে ভারতীয় মুদ্রা তুলনামূলক ভাবে ভাল অবস্থাতেই রয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement