shono
Advertisement

সংঘর্ষবিরতির ‘আকুতি’জানিয়ে হামলা পকিস্তানের, যোগ্য জবাব ভারতের

হামলায় আহত এক মহিলা৷ The post সংঘর্ষবিরতির ‘আকুতি’ জানিয়ে হামলা পকিস্তানের, যোগ্য জবাব ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:31 PM May 21, 2018Updated: 02:02 PM May 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই বিএসএফ আধিকারিকদের কাছে যুদ্ধবিরতির জন্য কাকুতি-মিনতি করতে শোনা গিয়েছিল পাকিস্তান রেঞ্জার্সের আধিকারিকদের। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করল প্রতিবেশী রাষ্ট্রের সেনা। জম্মু ও কাশ্মীর সীমান্তের আর্নিয়া সেক্টরে সোমবার মর্টার সেল বর্ষণ করে পাক সেনা৷

Advertisement

[বেঙ্গালুরু থেকে উড়িয়ে আনা হল হৃদপিণ্ড, অঙ্গদানে নয়া ইতিহাস কলকাতার]

পাক সেনার গুলিবর্ষণে সীমান্তের এক মহিলা বাসিন্দা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর নেই৷ নিরাপত্তার কথা মাথায় রেখে ওই এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, গতকাল রাত থেকেই জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার নারায়ণপুর এবং রামগড় লক্ষ্য করে ছোট মর্টার বর্ষণ শুরু করে পাক সেনা৷ আবার এদিন সকাল ৭ টা নাগাদ সীমান্তের আর্নিয়া সেক্টরে ভারি গোলাবর্ষণ চালানো হয়৷ ভারতের তিনটি আউটপোস্টে হামলা করে পাক রেঞ্জার্স৷ পরিস্থিতি মোকাবিলায় পালটা গুলির লড়াই চালায় বিএসএফ-ও৷

[কর্ণাটকে কুমারস্বামীর সঙ্গে জুড়ছে দুই উপ-মুখ্যমন্ত্রীর কুর্সি, জানিয়ে দিল কংগ্রেস]

কয়েকদিন ধরেই সীমান্তে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করছিল পাকিস্তান। গত শুক্রবার থেকে তাঁর যোগ্য জবাব দেওয়া শুরু করেছিল বিএসএফ। এরপর রবিবার জম্মু থেকে ৩০ কিলোমিটার দূরে আখনুর সেক্টরে পরিকল্পনামাফিক হামলা চালানো হয়। সেই রকেটটি সঠিক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হওয়ায় বিপুল ক্ষতি হয়েছে পাকিস্তানের। আর তারপরই বিএসএফের তীব্র প্রতিরোধের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে পাক সেনা। শেষমেশ পরাজয় নিশ্চিত জেনে বিএসএফের জম্মু ইউনিটের আধিকারিকদের ডেকে যুদ্ধ রুখতে অনুরোধ জানায় তারা। রবিবার সাংবাদিক বৈঠকে একথায় জানিয়েছে বিএসএফ। তাদের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। যাতে দেখা গিয়েছে, ভারতীয় সেনার একটি রকেট থেকে বিস্ফোরক ছোড়া হয়। যা পাকিস্তানে বাঙ্কারে আঘাত হানে এবং ঘটনাস্থলে ব্যাপক বিস্ফোরণ ঘটে। কিন্তু তারপরই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের আগুনে ঘি ঢালল প্রতিবেশী রাষ্ট্র৷ এমনটাই মত ওয়াকিবহাল মহলের৷

The post সংঘর্ষবিরতির ‘আকুতি’ জানিয়ে হামলা পকিস্তানের, যোগ্য জবাব ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement