সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হন। এরপরই জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। যার মধ্যে অন্যতম ছিল ভিসা নিয়ে ভারতে থাকা পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। সেই ডেডলাইন শেষ হয়েছে ২৭ এপ্রিল। এর পরেও যে সব পাকিস্তানিরা ভারতে রয়ে গিয়েছেন তাদের কী হবে? এখন এটাই লাখ টাকার প্রশ্ন!
সূত্রের খবর, এই পরিস্থিতিতে ৪ এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন ও বিদেশি আইন ২০২৫ প্রয়োগ করতে চলেছে সরকার। কিন্তু কী রয়েছে এই আইনে? এই আইন অনুযায়ী ডেডলাইনের পরেও এদেশে থেকে গেলে পাকিস্তানি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ধরে নেওয়া হবে। এর ফলে তাঁদের গ্রেপ্তার করা হতে পারে। তাছাড়া তিন বছরের জেল বা তিন লক্ষ্য টাকা জরিমানা অথবা একসঙ্গে দু’রকম শাস্তিই দেওয়া হতে পারে।
ভারত সরকারের নির্দেশের পর শয়ে শয়ে পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে নিজের দেশে ফেরত যান। গত রবিবার, ২৭ তারিখ ছিল সেই নির্দশের শেষ দিন। কিন্তু এর পরেও যেসব পাকিস্তানি ভারতে রয়ে গিয়েছেন, তাঁদের কী হবে এই প্রশ্ন উঠতে শুরু করেছিল।
জানা গিয়েছে, এই পরিস্থিতিতে গত ৪ এপ্রিল কার্যকর হওয়া অভিভবাসন ও বিদেশি আইন ২০২৫ আইনে বলা হয়েছে, বৈধ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে যদি কোনও বিদেশি দেশের কোনও অঞ্চলে থাকেন তাহলে তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে। সেক্ষেত্রে তাঁকে আইন লঙ্ঘন করার অপরাধে তিন বছরের জেল বা তিন লক্ষ টাকা জরিমানা অথবা একসঙ্গে দু’টি শাস্তিই দেওয়া হতে পারে।
গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে ফোনে কথা বলেন। প্রত্যেক রাজ্যে থাকা পাকিস্তানি নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে আবেদন করেন। এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করেন। সেখানে তিনি ভিসা বাতিল হওয়া পাকিস্তানি নাগরিকদের দ্রুত দেশে ফিরে যাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন। ভিসা বাতিল হওয়ার পরও কোনও পাক নাগরিক এদেশে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন বলে জানা গিয়েছিল। এরই মধ্যে ডেডলাইনের পরেও ভারতে থেকে যাওয়া পাক নাগরিকদের শাস্তির বিষয়টি সামনে এল।
