সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরেশন সিঁদুরে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। এই অবস্থায় বাঁকা পথে ভারতের ক্ষতি করার ছক কষছে পাক গুপ্তচররা। সোমবার এই বিষয়ে সতর্ক করল দেশের প্রতিরক্ষা মন্ত্রক। এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনা অভিযানের তথ্য হাতাতে ভারতীয় সেনার পরিচয় দিয়ে সাংবাদিক, সাধারণ মানুষকে ফোন করছে পাকিস্তানি গুপ্তচরেরা। যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করা হচ্ছে, সাধারণ মানুষকে সতর্ক করতে সেটি প্রকাশ্যে আনা হয়েছে।
নম্বরটি হল ৭৩৪০৯২১৭০২। ট্রু কলারের মতো মোবাইলের ফোন নম্বর শনাক্তকরণকারী অ্যাপে নম্বরটিকে ‘ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট’ বলে দেখানো হচ্ছে। ফলে এই নম্বরটিকে চিহ্নিত করে সতর্ক থাকতে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। মনে করা হচ্ছে, ভারতের গতিবিধি এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে উদ্বেগের কারণেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয় হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। ৭ মে পঁচিশ মিনিটের অপরেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। এখনও পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি, ৩৫-৪০ পাক সেনা।
হেরে ভূত পাকিস্তান শনিবার দুপুরে সংঘর্ষবিরতি চেয়ে ফোন করে ভারতের ডিজিএমও রাজীব ঘাইকে। আমেরিকার মধ্যস্ততায় রাজি হয় ভারত। বিশেষজ্ঞদের বক্তব্য, এই অবস্থায় সোজা পথে না পেরে বাঁকা পথে ভারতের ক্ষতির ছক কষছে ইসলামাবাদ। সেই কারণেই ভারতের বিরুদ্ধে তাদের গুপ্তচররা সক্রিয় হয়ে উঠেছে।
