সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শহিদের রক্ত হবে নাকো ব্যর্থ’। একের পর জঙ্গি হামলা, সীমান্তে পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া নিন্দা করেই থেমে থাকল না ভারত। এবার পাকিস্তানকে কড়া জবাব দিতে শুরু করল ভারতীয় সেনা। মঙ্গলবার নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তান সেনার ৪-৫টি পোস্ট গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। নৌশেরার কাছে এই পাক সেনাঘাঁটিগুলি গুঁড়িয়ে ২৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে ভারতীয় সেনা। সেনাঘাঁটি লক্ষ্য করে ১০-১২টি গোলাবর্ষণ করে ভারতীয় সেনা। তাতেই ধ্বংস হয়ে যায় পোস্টগুলি। সেনা সূত্রে খবর, পাক বাঙ্কার ধ্বংসে ১০-১২ জন পাকসেনা-সহ ২০-২৫ জনের মৃত্যু হয়েছে। মূলত মর্টার দিয়েই গোলাবর্ষণ করা হয়েছে। এই জবাব দেওয়ার মধ্যে দিয়ে শুরু হল পাকিস্তানের উপর ভারতের ‘ফায়ার অ্যাসল্ট’। দুই শহিদ ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের ৮ দিনের মাথায় এর থেকে ভাল বদলা আর কী হতে পারে!
পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলিরা। সেই ঘোষণা যে কোনও ফাঁকা আওয়াজ ছিল না তার প্রমাণ মিলল ভারতীয় সেনার এই পদক্ষেপে। সেনা সূত্রে খবর, অনুপ্রবেশে মদতকারী সমস্ত পাক সেনাঘাঁটিগুলি গুঁড়িয়ে দেবে ভারত। সেই মতো শুরু হয়েছে অ্যাকশন। মেজর জেনারেল অশোক নারুলা জানিয়েছেন, তাঁদের কাছে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে ওই পাক সেনাঘাঁটিগুলি লাগাতার সীমান্তে জঙ্গি অনুপ্রবেশে মদত দিচ্ছে। অনেক হয়েছে, আর নয়। এবার আর পাকিস্তানকে রেয়াত করবে না ভারতীয় সেনা, জানিয়েছেন তিনি।
The post নৌশেরায় পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়ে যোগ্য জবাব দিল ভারত appeared first on Sangbad Pratidin.