shono
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে আরএসএস-বিজেপির লোকেরাই BLO-র সহকারী! 'ভুলবশত', সাফাই আধিকারিকদের

অবিলম্বে সহকারীদের সরানো হবে, চাপে পড়ে জানিয়েছে প্রশাসন।
Published By: Kishore GhoshPosted: 01:50 PM Nov 26, 2025Updated: 01:50 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশেও শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর। এর মধ্যেই অভিযোগ উঠছে, সেখানে দাতিয়া জেলায় বিএলওদের সহযোগী হিসাবে বেছে বেছে বিজেপি এবং আরএসএসের লোকেদের নিয়োগ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী দলগুলি। বিপাকে পড়ে প্রশাসনের সাফাই, ভুলবশত এই ঘটনা ঘটেছে। অবিলম্বে সহকারীদের সরানো হবে।

Advertisement

একদিকে যখন গেরুয়া শিবিরের লোকেদের বিএলও-র সহকারী হিসাবে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে, তখন যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ এসআইআরের কাজের চাপে এক বিএলও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মঙ্গলবার বিষ খেয়ে 'আত্মঘাতী' হওয়ার আগে একটি ভিডিও পোস্ট করেন ৪০ বছরের ওই বিএলও। সেখানেও কাজের চাপ এবং প্রশাসনের আধিকরিকদের খারাপ আচরণের কথা বলেন যুবক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে উত্তরপ্রদেশ সরকার। উল্লেখ্য, শুধু উত্তরপ্রদেশ নয়, কাজের চাপে বিএলও-দের মৃত্যুর অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে, গুজরাট, কেরলেও। নির্বাচন কমিশন অবশ্য অতিরিক্ত কাজের চাপের বিষয়টি অস্বীকের করেছে।

পশ্চিমবঙ্গ-সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধনী। এর মধ্যে মধ্যপ্রদেশও রয়েছে। গত ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। খসড়া ভোটার তালিকা ৯ ডিসেম্বর প্রকাশিত হবে। ভোটাররা ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে অভিযোগ ও আপত্তি সংক্রান্ত আবেদন করতে পারবেন। তার ভিত্তিতে ৩১ জানুয়ারি পর্যন্ত শুনানি হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পশ্চিমবঙ্গ-সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধনী।
  • যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ এসআইআরের কাজের চাপে এক বিএলও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।
Advertisement