সোমনাথ রায়, নয়াদিল্লি: সংসদে হামলার কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। গোটা ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র আছে কি না, তা নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখার আর্জি জানানো হল।
সোমবার শীর্ষ আদালতে মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল। মামলাকারীর প্রশ্ন, দেশের সংসদ এবং জনপ্রতিনিধি সাংসদদের নিরাপত্তাই যেখানে লঙ্ঘন হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তাঁর আর্জি, গত ১৩ ডিসেম্বর সংসদ হানার গোটা ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। তাই তা খতিয়ে দেখা হোক। আইনজীবী আবু সোহেলের আবেদন, শীর্ষ আদালতের হস্তক্ষেপে নিরপেক্ষ তদন্ত হোক।
[আরও পড়ুন: ‘নির্দেশ মানার ইচ্ছা আছে?’, সিবিআইয়ের অভিযোগে মুখ্যসচিবকে তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]
উল্লেখ্য, গত ১৩ তারিখ লোকসভায় ঢুকে গ্যাস হামলা (Gas Attack in Parliament) চালায় কয়েকজন যুবক। ইতিমধ্যেই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। নিরাপত্তা বিঘ্নকারী এমন ঘটনার সরেজমিনে তদন্ত চলছে। পাশাপাশি বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে স্পিকারকে চিঠিও দেয় দিল্লি পুলিশ। এই সাংসদের অতিথি হিসেবেই সেদিন তাঁরা লোকসভায় প্রবেশ করেছিলেন। সেই ঘটনা নিয়ে সোমবার সরব হন বিরোধীরা। সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের শোরগোলের জেরে কংগ্রেস, তৃণমূল-সহ (TMC) মোট ৩৩ বিরোধী সাংসদকে অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। এই তালিকায় রয়েছেন তৃণমূলের ৯ সাংসদ, রয়েছেন কংগ্রেস, ডিএমকে সাংসদরাও।