ভোটমুখী কেরলে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জনসভায় বিরোধীদের তোপ দাগার পাশাপাশি করলে বহু প্রকল্পের উদ্বোধন। এই 'রুটিন' কর্মব্যস্ততার মাঝেই সকলের নজর কাড়ল এক হাস্যরত ছোট্ট ছেলে। নিজের হাতে আঁকা মোদির ছবি নিয়ে সে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। আচমকাই প্রধানমন্ত্রীর নজর পড়ল তার উপরে। তারপর তৈরি হল এক মিষ্টি মুহূর্ত। রাজনৈতিক ব্যস্ততার মাঝেই যা হয়ে রইল মোদির এই সফরের এক অন্যতম দৃশ্য।
এদিন ভাষণ দেওয়ার সময়ই মোদির নজর পড়ে বালকটির দিকে। তিনি তৎক্ষণাৎ কথা থামিয়ে দিয়ে তিনি বলতে শুরু করেন, ''আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট ছেলে অনেক ধরে হাতে ছবি তুলে ধরে দাঁড়িয়ে রয়েছে। তুমি ক্লান্ত হয়ে পড়বে। ছবিটা আমাকে দাও। আর এর পিছনে লিখে দাও তোমার ঠিকানা। আমি তোমাকে চিঠি লিখব।'' এরপর তিনি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কর্মীদের বলেন, ছবিটি সাবধানে রাখতে। সকলের উদ্দেশে জানান, ''আমি এসপিজিকে বলে দিয়েছি, এই ছবিতে ছেলেটির ভালোবাসা ও শুভ কামনা লুকিয়ে আছে। এটাকে যেন যত্ন করা হয়।'' তিনি যখন এসব বলছেন, তখন প্রবল হাততালিতে ফেটে পড়ছে চারপাশ।
এদিন মোদি বলতে শুরু করেন, ''আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট ছেলে অনেক ধরে হাতে ছবি তুলে ধরে দাঁড়িয়ে রয়েছে। তুমি ক্লান্ত হয়ে পড়বে। ছবিটা আমাকে দাও। আর এর পিছনে লিখে দাও তোমার ঠিকানা। আমি তোমাকে চিঠি লিখব।''
এদিন সভায় উপস্থিত এক মহিলার দিকেও নির্দেশ করেন মোদি। মহিলার হাতে ধরা ছিল মোদির জন্য নিয়ে আসা বই। সেকথা উল্লেখ করে তিনি বলেন, ''আমার মনে হচ্ছে ওই মহিলা কিছু বলতে চান আমাকে। উনি আমার জন্য একটা বড় বই বানিয়েছেন। সেটাই দিতে এসেছেন এখানে।''
এরই পাশাপাশি সিপিএম ও কংগ্রেসকে তুলোধনা করে কেরলবাসীকে রাজ্যে পদ্মকে সুযোগ দিতে আর্জি জানান মোদি। পাশাপাশি নতুন একগুচ্ছ ট্রেনেরও উদ্বোধন করেন তিনি। কেরলের উন্নয়নের জন্য কেন্দ্রের প্রচেষ্টার বিষয়ে জনগণ অবগত, একছাও মনে করিয়ে দেন তিনি।
