shono
Advertisement

কেদারনাথ দর্শনে ভিআইপি সংস্কৃতি হটানোর বার্তা মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার উপর পাক হামলার ঘটনায় ক্রমশ চড়েছে বিরোধিতার সুর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে একের পর এক তোপ দাগছেন বিরোধীদলের নেতারা৷ এই পরিস্থিতিতেই বুধবার কেদরানাথ দর্শন করলেন মোদি৷ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই এদিন কেদারনাথ মন্দিরে পা রাখেন প্রধানমন্ত্রী৷ পরনে বাদামি লং কোট৷ গলায় লাল স্কার্ফ জড়ানো৷ চোখে কালো চশমা৷ চোখেমুখে অস্থিরতার লেশমাত্র […] The post কেদারনাথ দর্শনে ভিআইপি সংস্কৃতি হটানোর বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 12:24 PM May 03, 2017Updated: 06:58 AM May 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার উপর পাক হামলার ঘটনায় ক্রমশ চড়েছে বিরোধিতার সুর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে একের পর এক তোপ দাগছেন বিরোধীদলের নেতারা৷ এই পরিস্থিতিতেই বুধবার কেদরানাথ দর্শন করলেন মোদি৷

Advertisement

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই এদিন কেদারনাথ মন্দিরে পা রাখেন প্রধানমন্ত্রী৷ পরনে বাদামি লং কোট৷ গলায় লাল স্কার্ফ জড়ানো৷ চোখে কালো চশমা৷ চোখেমুখে অস্থিরতার লেশমাত্র নেই৷ মন্দিরে প্রবেশ করে পুজো দেন প্রধানমন্ত্রী৷ তাঁকে কেদারনাথ মন্দিরের একটি ‘রেপ্লিকা’ উপহার দেওয়া হয়৷ মন্দির থেকে বেরনোর সময় হাসিমুখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উপস্থিত মানুষদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী৷ উপস্থিত একটি বাচ্চাকে আদর করতেও দেখা যায় তাঁকে৷ সব মিলিয়ে পুজো দেওয়ার পর্ব বেশ উপভোগই করেন মোদি৷ পরে টুইটারে  কেদারনাথ দর্শনের সৌভাগ্যের কথা জানান তিনি৷

#WATCH: Prime Minister Narendra Modi greets the crowd at Kedarnath temple #Uttarakhand pic.twitter.com/UyOon4GrIq

— ANI (@ANI_news) May 3, 2017

এদিন আরও একটা উদাহরণ সকলের সামনে তুলে ধরলেন তিনি৷ গত ‘মন কি বাত’ অনুষ্ঠানেই দেশে ভিআইপি মানসিকতার অবসান ঘটানোর ডাক দিয়েছিলেন তিনি৷ বলেছিলেন ভিআইপি নয়, এখানে ‘এভরি পার্সন ইজ ইমপর্ট্যান্ট’৷ তবে শুধু লালবাতি সরালেই হবে না, এই মানসিকতা দূর করতে হবে৷ এদিন তারই নমুনা রাখেন প্রধানমন্ত্রী৷ মন্দিরে ঢোকার সময় তিনি যখন জুতো খুলে যান, তখন কেউ একজন তাঁকে সাহায্য করেন৷ কিন্তু তাঁকে তা করতে দেননি প্রধানমন্ত্রী৷ বুঝিয়ে দেন, এখানে কেউই ভিআইপি নয়৷ সকলেই নিজের হাতে নিজের কাজ করতে পারেন৷

এদিকে আজই উদযাপিত হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস৷ সে নিয়েও এদিন নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী৷ নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভাইব্র্যান্ট ও মুক্ত সংবাদমাধ্যমের প্রতি আমাদের সকলকে পূর্ণ সমর্থন রাখতে হবে৷ গণতন্ত্রের অন্যতম শর্ত হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনতার কথাও উল্লেখ করেন তিনি৷ এদিন সোশ্যাল মিডিয়ার ক্ষমতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী  বলেন, মিডিয়ার স্বাধীনতায় নয়া মাত্রা যোগ করেছে এই প্ল্যাটফর্ম৷

আজই পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধনও করবেন মোদি৷

The post কেদারনাথ দর্শনে ভিআইপি সংস্কৃতি হটানোর বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার