shono
Advertisement
PM Modi on Operation Sindoor

'২২ এপ্রিলের বদলা ২২ মিনিটে, পাকিস্তানের বুকে মেরেছি', অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার মোদির

'যারা সিঁদুর মুছেছিল, তাদের মুছে দেওয়া হয়েছে', হুঙ্কার প্রধানমন্ত্রীর।
Published By: Subhajit MandalPosted: 01:02 PM May 22, 2025Updated: 02:37 PM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালাকোট এয়ারস্ট্রাইকের পর প্রকাশ্যে প্রথম জনসভা করেছিলেন রাজস্থানের বিকানেরে। অপারেশন সিঁদুরে (Operation Sindoor) পাকিস্তানকে তছনছ করে দেওয়ার পরও সেই রাজস্থানের বিকানের থেকেই প্রকাশ্য জনসভা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শুরুতেই পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী। মোদি (PM Modi) বললেন, "২২ এপ্রিল ধর্ম বেছে বেছে খুন করেছিল। ২২ মিনিটে সেই হামলার বদলা নিয়েছি। ফের হামলা হলে ফের প্রত্যাঘাতও হবে। আর সেটা হবে আমাদের নিজেদের শর্তে।"

Advertisement

অপারেশন সিঁদুর চলাকালীন নিয়মিত দিল্লিতে সক্রিয় ছিলেন মোদি। প্রতিনিয়ত যোগাযোগ রাখতেন প্রতিরক্ষামন্ত্রক, বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, তিন বাহিনী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকরিকদের সঙ্গে। এর আগে জাতির উদ্দেশে ভাষণেও ভারত সরকারের অবস্থান তুলে ধরেছেন। তবে রাজস্থানের সভায় রীতিমতো আগ্রাসী মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রীকে। মোদি বললেন, "২২ এপ্রিলের পহেলগাঁও হামলায় ১৪০ কোটি ভারতবাসীকে আহত করেছিল। সরকার ৩ বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছিল। পাকিস্তানকে তছনছ করে দিয়েছি। এর আগে আমরা পাকিস্তানে ঢুকে মেরেছিলাম। এবার পাকিস্তানের বুকে মেরেছি। যারা সিঁদুর মুছেছে তাঁদেরই মুছে দেওয়া হয়েছে। রহিম ইয়ার খান এয়ারবেস এখনও আইসিইউতে।"

প্রধানমন্ত্রীর বক্তব্য, "এই মাটির দিব্যি, দেশের ক্ষতি হতে দেব না। আমরা কথা দিয়েছিলাম বদলা নেব, সেই প্রতিশ্রুতি পূরণ করেছি। সিঁদুর যখন বারুদ হয়, ফল দেখল দেশবাসী। মোদির মাথা ঠান্ডা থাকে কিন্তু রক্ত গরম থাকে। এখন আমার শরীরে গরম সিঁদুর বইছে। যারা ভারতকে রক্তাক্ত করেছে তাঁদের হিসাব মিটিয়েছি। এটা শুধু আক্রোশ নয়, গোটা ভারতের রুদ্ররূপ, এটাই ভারতের আসল স্বরূপ। এটা শোধ বা বদলার খেলা নয়, এটাই ন্যায়ের স্বরূপ।" প্রধানমন্ত্রীর সাফ কথা, "পরমাণু বোমার হুমকিতে ভারত ভয় পায় না।"

মোদির হুঙ্কার আগামী দিনে এই ধরনের হামলা হলেও বদলা নেবে ভারত। প্রধানমন্ত্রীর কথায়, "৩ বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে সেনা। কখন বদলা, ঠিক করবে সেনা। বদলা নিতে সেনার শর্তই শেষ কথা। হামলা করলে জবাব মিলবেই।" মোদির সাফ কথা, "গোটা বিশ্বে পাকিস্তানের মুখোশ খোলা হবে। কোনটা স্টেট অ্যাক্টর কোনটা নন স্টেট অ্যাক্টর এসব চলবে না। ওদের সঙ্গে ট্রেন নয়, ওদের জল দেওয়া নয়, কোনওরকম কোনও আলোচনা নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী।
  • মোদি বললেন, "২২ এপ্রিল ধর্ম বেছে বেছে খুন করেছিল। ২২ মিনিটে সেই হামলার বদলা নিয়েছি।"
  • এর আগে জাতির উদ্দেশে ভাষণেও ভারত সরকারের অবস্থান তুলে ধরেছেন।
Advertisement