সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের মূক ও বধির। কিন্তু, তা বলে দমে যায়নি আট বছরের ছেলেটা। বরং নিজের গ্রামে শৌচালয় ব্যবহার নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ করছে সে। তার উদ্যোগে অভিভূত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন কি বাত’ ওই বালকের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।
[নিত্য সন্ত্রাস হানা, একযোগে রুখে দাঁড়ানোর ডাক মোদির]
ওই বালকের নাম তুষার। বাড়ি মধ্যপ্রদেশের বালাঘাট জেলার কুমহারি গ্রামে। তার লক্ষ্য একটাই, গ্রামের সবাই যেন শৌচাগার ব্যবহার করেন। তুষার মূক ও বধির। কিন্তু, এই শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই স্বপ্নপূরণের লড়াই চালিয়ে যাচ্ছে সে। প্রতিদিন ভোর পাঁচটা ঘুম থেকে ওঠে তুষার। গ্রামে ৩০-৪০টা বাড়িতে গিয়ে গ্রামবাসীদের পরিচ্ছন্নতা ও শৌচাগার ব্যবহারের সুফল বোঝায় সে। হাতের ইশারায় ও বাঁশি বাজিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তুষার। বিজেপিশাসিত মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামে প্রতিবন্ধী বালকের এই উদ্যোগ নজর কেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তুষারের ভুয়সী প্রশংসা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ নিজের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে তুষার যে দায়বদ্ধতা দেখিয়েছে, তাতে আমরা সকলে অনুপ্রাণিত। সে প্রমাণ করে দিয়েছে, পরিচ্ছন্নতার ক্ষেত্রে বয়স বা অন্য কিছু বাধা হয় না।’ মোদির সংযোজন, ‘শিশু, বয়স্ক, মহিলা, পুরুষ, সকলের জন্য পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যকেরই নিজের বাড়ি ও এলাকা পরিষ্কার রাখতে সচেষ্ট হওয়া উচিত।’
[চাকরিতে সংরক্ষণ প্রথার অবসান চান রঘুরাম রাজন]
নিতান্ত গরিব পরিবার। তবে ছেলের কথা বলতে গিয়ে গর্ব ঝরে পড়ে তুষারের মায়ের গলায়। ছেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সাহায্য চেয়েছেন তিনি। তুষার মা বলেন, ‘এটা আমাদের সকলের কাছেই গর্বের, যে আমার মূক ও বধির ছেলে গ্রামের মুখ উজ্জ্বল করেছে। কিন্তু, ওর চিকিৎসা করানোর মতো সার্মথ্য নেই আমাদের। মোদিজির কাছে আমাদের আবেদন, উনি যদি এদেশে বা বাইরে কোথাও তুষারের চিকিৎসা করাতে সাহায্য করেন, তাহলে খুবই উপকৃত হব।’ টুইট করে ওই বালককে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি লিখেছেন, ‘খোলাস্থানে শৌচকর্মের অভিশাপ থেকে গ্রাম মুক্ত করার জন্য তুষারকে অভিনন্দন জানাই। আমি গর্বিত। উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।’
[ই-মেল পাঠিয়ে শুনানির তারিখ বিচারপ্রার্থীকে জানাবে আদালতই]
The post গ্রামের সবাইকে শৌচাগার ব্যবহারের উদ্যোগ, মূক ও বধির বালকের ভূমিকায় উচ্ছ্বসিত মোদি appeared first on Sangbad Pratidin.