সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৫ দিন পরে শেষ হয়েছে মহাকুম্ভ। অন্তত ৬৬ কোটি মানুষ আস্থার ডুব দিয়েছেন সঙ্গমে। তবে ৪৫ দিনে একাধিকবার প্রশ্ন উঠেছে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে। আঙুল উঠেছে যোগী আদিত্যনাথের প্রশাসনের দিকে। তবে মহাকুম্ভ শেষ হওয়ার পর মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, এত বড় মাপের অনুষ্ঠান আয়োজন করা মোটেই সহজ নয়। তবে আয়োজনে ভুলত্রুটি হয়ে থাকলে সকলের কাছে ক্ষমা চাইছি।

বুধবার শেষ হয়েছে মহাকুম্ভ। তারপর বৃহস্পতিবার মহাকুম্ভ নিয়ে দীর্ঘ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। হিন্দিতে লেখা খোলা চিঠিতে তাঁর মত, ' আমি জানি, এমন বিরাট অনুষ্ঠান আয়োজন করা মোটেই সহজ নয়। মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর কাছে প্রার্থনা করি, আমাদের উপাসনায় যদি কিছু ত্রুটি থেকে যায় তাহলে তাঁরা আমাদের ক্ষমা করুন। পুণ্যার্থীরাও আমার কাছে ভগবান। তাঁদের সেবায় যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে আমি তাঁদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি।'
তবে মহাকুম্ভের মতো বিরাট মাপের অনুষ্ঠান যেভাবে আয়োজন করেছেন যোগী, তার ভূয়সী প্রশংসা উঠে এসেছে প্রধানমন্ত্রীর লেখায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়ে মোদির বার্তা, 'উত্তরপ্রদেশের সাংসদ হিসাবে বলতে পারি, যোগীজির নেতৃত্বে সরকার, প্রশাসন এবং সাধারণ মানুষ একসঙ্গে মিলে এই মহাকুম্ভকে সফল করে তুলেছে।' নতুন প্রজন্ম যেভাবে মহাকুম্ভে অংশ নিয়েছেন, সেই দেখেও অভিভূত প্রধানমন্ত্রী। সদ্যসমাপ্ত মহাকুম্ভের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে।