shono
Advertisement
PM Modi

রাহুলের ভয়ে মুখ খুলতে পারেন না কংগ্রেসের তরুণ প্রতিভাবান নেতারা! নজিরবিহীন আক্রমণ মোদির

শরিকদের সঙ্গে বাদল অধিবেশনের শেষদিনে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী।
Published By: Anwesha AdhikaryPosted: 04:57 PM Aug 21, 2025Updated: 04:57 PM Aug 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের মধ্যে একাধিক নেতা রয়েছেন যাঁরা অত্যন্ত প্রতিভাবান। কিন্তু তাঁদেরকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভোগেন রাহুল গান্ধী! এনডিএ নেতাদের বৈঠকে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, কেন্দ্রের শরিকদের সঙ্গে বাদল অধিবেশনের শেষদিনে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই ইঙ্গিতবাহী মন্তব্য করেন তিনি।

Advertisement

বিরোধীদের বিঁধতে গিয়েই পরিবারতন্ত্র এবং রাহুল গান্ধীকে তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, বিরোধী দলগুলির মধ্যে বেশ কয়েকজন সম্ভাবনায় নেতা রয়েছেন। বিশেষত কংগ্রেসে। কিন্তু তাঁদের কথা বলার অনুমতিটুকুও মেলে না। তার অন্যতম কারণ হল গান্ধী পরিবারের নিরাপত্তাহীনতা। ওই বৈঠকে মোদি আরও বলেন, বিরোধীদের এই নেতাদের নিয়ে আতঙ্কে ভোগেন রাহুল গান্ধী। তাঁর কারণেই প্রতিভাবান নেতারা মুখ খুলতে পারেন না।  উল্লেখ্য, এই বৈঠকে কোনও বিরোধী সাংসদ হাজির ছিল না।

বুধবার লোকসভায় পাস হয়েছে 'দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল'। এদিনের আলোচনায় সেই বিলের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই বিল পাশ হলে যে সংস্কার হবে তার প্রভাব সুদূরপ্রসারী। আমজনতার উপরে সরাসরি প্রভাব ফেলবে এই বিল। উল্লেখ্য, কেন্দ্র বলেছে, অনলাইন গেমসের আসক্তি যুবসমাজকে বিভ্রান্ত করছে। এই আসক্তি দূর করা দরকার। তাছাড়া অনলাইন বেটিং অ্যাপে রোজগারের নেশায় বহু মানুষ সর্বস্ব খোয়াচ্ছেন। এই সব গেমসের আসক্তি অবসাদ এবং আত্মহত্যা প্রবণতা বাড়ায়। এসব নিয়ন্ত্রণ করে দেশীয়, শিক্ষামূলক গেমিং অ্যাপকে উৎসাহ করাও কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। কেন্দ্রের প্রস্তাবিত বিলে বলা হচ্ছে, অনলাইনে বেটিং সংস্থা চালানো অপরাধ।

কিন্তু গোটা বাদল অধিবেশনে বিরোধীদের ভূমিকা নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন মোদি। বৈঠকে তিনি বলেন, কেবল বিশৃঙ্খলা ছড়াতেই ব্যস্ত ছিল বিরোধীরা। তবে বাদল অধিবেশনে একাধিক বিল পাস করানো গিয়েছে। সেই বিষয়টি উল্লেখ করে মোদি বলেন, যথেষ্ট সাফল্য এসেছে এই বাদল অধিবেশনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরোধীদের বিঁধতে গিয়েই পরিবারতন্ত্র এবং রাহুল গান্ধীকে তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী।
  • বুধবার লোকসভায় পাস হয়েছে 'দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল'। এদিনের আলোচনায় সেই বিলের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
  • গোটা বাদল অধিবেশনে বিরোধীদের ভূমিকা নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন মোদি।
Advertisement