সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ভাষা নিয়ে যদি এতই গর্ব, তাহলে তামিলে নাম সই করেন না কেন? তামিলনাড়ুতে গিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত কয়েকমাস ধরে কেন্দ্রের সঙ্গে কার্যত ভাষাযুদ্ধের আবহ চলছে তামিলনাড়ুর। তার মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোদির।
হিন্দি ভাষার বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছে দ্রাবিড়ভূমে। নিজের জন্মদিনে সেই আগুনে আরও একবার ঘৃতাহুতি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। হিন্দির বিরুদ্ধে কার্যত যুদ্ধের ডাক দিয়ে তিনি বলেন, "আমাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে।" পাশাপাশি স্লোগান তুললেন, ‘তামিলনাড়ু লড়বে, তামিলনাড়ু জিতবে।’ তামিল ভাষা ধ্বংস হয়ে যাবে, এই যুক্তিতে কেন্দ্রীয় শিক্ষানীতিও তামিলনাড়ুতে বলবৎ করেননি স্ট্যালিন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার জন্য আর্থিক অনুদান বন্ধের হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
এহেন পরিস্থিতিতে রবিবার তামিলনাড়ুর রামেশ্বরমে একটি জনসভায় বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "বিশ্বের সমস্ত প্রান্তে তামিল ভাষা এবং তামিল সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিরন্তর কাজ করছে সরকার। কিন্তু মাঝেমাঝে অবাক হয়ে যাই যখন তামিলনাড়ু থেকে আমার কাছে চিঠি আসে। একটাও চিঠিতে তামিল ভাষায় সই করা নেই। আমরা যদি তামিল ভাষা নিয়ে এতই গর্ব বোধ করি তাহলে অনুরোধ করব অন্তত নিজেদের সইটুকু তামিলে করুন।"
উল্লেখ্য, মোদিকে চিঠি লিখে স্ট্যালিন জানিয়েছিলেন, হিন্দি আগ্রাসন এবং জাতীয় শিক্ষানীতি মেনে নেওয়ার জন্য তামিলনাড়ু সরকারকে কার্যত হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষা সংক্রান্ত অনুদান বন্ধ করে দেওয়া হবে বলেও নাকি জানানো হয়েছে শিক্ষামন্ত্রীর তরফে। এদিন চিঠির প্রসঙ্গ উল্লেখ করে স্ট্যালিনকেই নাম না করে খোঁচা দিলেন মোদি, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।