shono
Advertisement

‘বিবাদ চলুক, খোলা মনে আলোচনাও হোক’, বাদল অধিবেশনের শুরুতে বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়েও বক্তব্য রাখেন মোদি।
Posted: 10:14 AM Jul 18, 2022Updated: 11:04 AM Jul 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন (Monsoon Session)। আজই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। লড়াই NDA পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে। এছাড়া উপরাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড় চলছে। এই আবহে সংসদ সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

Advertisement

সোমবার সকালে সংসদ ভবনে (Parliament House) এসে তিনি বলেন, ”অধিবেশনে বিবাদ হোক, কিন্তু খোলা মনে আলোচনাও হোক। প্রয়োজনে স্বাস্থ্যকর বিতর্কও চলুক। তাতেই গণতন্ত্র আরও মজবুত হবে। দেশবাসীর কাছে ইতিবাচক বার্তা পৌঁছবে। সব সাংসদের কাছে আমার আবেদন, আপনারা অধিবেশনের কাজ এগিয়ে নিয়ে যেতে নিজেদের সুপরামর্শ দিয়ে সাহায্য করুন।”

[আরও পড়ুন: কলকাতায় বসে কানাডার মহিলার অ্যাকাউন্ট সাফ! ফুলবাগানে গ্রেপ্তার সাইবার জালিয়াত]

সংসদ অধিবেশনের প্রথম দিনই তাৎপর্যপূর্ণভাবে চলছে রাষ্ট্রপতি নির্বাচন। ২১ তারিখ ফলপ্রকাশ। বোঝা যাবে, দ্রৌপদী মুর্মু (Draupadi Murumu)আর যশবন্ত সিনহার (Yashwant Sinha)মধ্য়ে কাকে রাইসিনার পরবর্তী বাসিন্দা হিসেবে বেছে নিল দেশ। আবার অগাস্টের ৬ তারিখ উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election)। এখানেও দুই প্রার্থীর লড়াই। এনডিএ শিবিরের পদপ্রার্থী জগদীপ ধনকড় ও বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। সেই ফলাফল জানা যাবে ১০ তারিখ। আর বাদল অধিবেশন চলবে অগাস্টের ১২ তারিখ পর্যন্ত। অর্থাৎ এই অধিবেশনে নতুন উপরাষ্ট্রপতিও পাবে দেশ। তিনি আবার রাজ্যসভার চেয়ারম্যান। আর এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”এই অধিবেশনের গুরুত্ব আলাদা। কারণ এখান থেকেই আমরা নতুন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পাব। তাঁরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে নতুন দিশা দেখাবেন।”

এদিন সকাল সকালে সংসদে এসে মোদি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। ব্যালটে ভোট দিয়ে তারপর অধিবেশন কক্ষে নিজের আসন গ্রহণ করেন। সংসদের পাশাপাশি রাজ্য বিধানসভাগুলিতেও রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া চলছে।  এনডিএ-র আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্মুর সমর্থনে এদিন বাংলার বিধানসভায় বিজেপি বিধায়করা এলেন আদিবাসী পোশাক পরে। 

[আরও পড়ুন: ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement